‘‘দুই নেতার খেলা কি শেষ? মনে হয় না...'' | পাঠক ভাবনা | DW | 05.03.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘‘দুই নেতার খেলা কি শেষ? মনে হয় না...''

কাশ্মীর ইস্যু নিয়ে ভারত-পাকিস্তান সংঘর্ষে কার জয় হলো সে উত্তর খুঁজছেন দুই দেশের মানুষ ও রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ ডয়চে ভেলের অনেক পাঠকও কাশ্মীর ইস্যু নিয়ে ফেসবুক পাতায় নানা মন্তব্য করেছেন৷

সেলিনা ইয়াসমিন শেলি লিখেছেন, ‘‘বিশ্ব দরবারে জিতেছেন ইমরান খান আর ভারতের ভেতরে হেরেছে মোদী৷'' আর পাঠক মিজানুর রহমান লিখেছেন, ‘‘আমি একজন ভারতীয়, কিন্তু আমার মতে ইমরান খানই জিতেছেন৷''

তবে গোলাম কিবরিয়া একটু বিস্তারিতভাবে তাঁর মতামত জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘জিতেছে কংগ্রেস৷ তাদের যে অবস্থা ছিল, সেখান থেকে আরও সুবিধাজনক অবস্থানে চলে এলো এখন৷ মোদীর মানইজ্জত নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে৷ যদিও সামগ্রিকভাবে বিজেপির কতটা ক্ষতি হলো, সেটা বলা যাচ্ছে না৷''

নজরুল ইসলামের মতে, ইমরান খানই জয়ী হয়েছেন৷ আলমগীর হোসেন, সাইফ খান, সিরাজুল ইসলাম তালুকদার, শাজাহান কবির, আবুল বাশারসহ আরও অনেকে একই মত প্রকাশ করেছেন৷

তবে ভিন্নমত জকির হোসেনের৷ তিনি লিখেছেন, ‘‘জিতেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু৷ তাঁর দেশের অস্ত্র বিক্রি আর মুসলিমদের উপর তাঁর আক্রোশ কার্যকরি করতে তিনিই মোদীকে যুদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন৷'' পাঠক জাকির হোসেনের সাথে একমত পোষণ করেন পাঠক এস আর সোহাগও৷

এমএ হাসান বলছেন, ‘‘যুদ্ধবাজ ভারত শান্তির প্রধান অন্তরায়, সাথে পাকিস্তানের উগ্রবাদী গোষ্ঠীগুলোও দায়ী৷  কাশ্মীরের স্বাধীনতার সংগ্রাম সফল হবে, শান্তি আসবে কাশ্মীরে৷ এটাই শান্তিকামী প্রতিটি নাগরিকের প্রত্যাশা৷''

‘‘দুই নেতার খেলা কি শেষ? মনে হয়না!'' এই মন্তব্য পাঠক মো. রাজীবের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন