‘বাঙালিরা ইলিশ মাছ ভালোবাসে’ | পাঠক ভাবনা | DW | 26.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাঙালিরা ইলিশ মাছ ভালোবাসে’

ডিডাব্লু থেকে জানতে পারলাম ইলিশ মাছ সংগ্রহকারীরা জলদস্যুদের ভয়ে ইলিশ মাছ সংগ্রহ করতে পারছে না৷ সরকারের উচিত জেলেরা যাতে ইলিশ মাছ সংগ্রহ করতে পারে, তা নিশ্চিত করা৷ডা.অসিত কুমার দাস মিন্টু, চট্টগ্রাম থেকে লিখেছেন৷

Allgemeiner Text Vier Jahre ist es nun er, dass der 26 Jahre lange Krieg zu Ende ist. Sri Lanka ist ein Land im Umbruch und Aufbruch. Straßen, Bahntrasssen und Hotels werden gebaut. Das ehemalige Kriegsgebiet im Osten und Norden wird wirtschaftlich erschlossen – vorallem Touristen sollen dort hingelockt werden. Der Staat steckt viel Geld in Schulen, die Jugendlichen sehen zum ersten Mal eine Perspektive im eigenen Land. Umweltschutz steckt allerdings noch in den Kinderschuhen. Und die Presse wird nach wie vor zensiert bzw. die Medien üben sich in Selbstzensur . Vier Religionen – und die zeigt man auch! Nur ganz früh morgens haben sie den Strand noch für sich allein. Noch immer gehen die Fischer in diesen traditionellen Ruderbooten aufs Meer, den Fang verkaufen die meisten der kleinen Fischer an Hotels. Seit die Touristen kommen bieten viele Bootstouren an, oder sie vermieten Zimmer und Bungalows, was in der Saison oft mehr Geld bringt als die Beute. April 2013

Bildergalerie: Sri Lanka – ein Land im Umbruch / Fischer

বিজ্ঞান বিষয় নিয়ে প্রতিবেদনে জার্মানির স্পেস রিসার্চ কর্মসূচি এবং এই ক্ষেত্রে জার্মানির অগ্রগতি সম্পর্কে আমি জানতে খুব আগ্রহী৷ আরো জানতে চাই জার্মানিতে শিশুদের বিনোদন পার্ক ও নেচার পার্ক নিয়ে আলোচনা ও ছবি৷ আর হ্যাঁ, আমি ওয়েবসাইট যতই দেখছি ততই এর সাথে গভীর বন্ধনে আবদ্ধ হচ্ছি৷ বেশ ভালো লাগছে এবং খুব উপভোগ করছি ওয়েবসাইটটি৷ দীনেশ কুমার, গুল মোহর পার্ক, হাউজ খাস, নতুন দিল্লি থেকে জানিয়েছেন এসব কথা৷

গতকাল আমাদের কাছে টেলিফোন করেছিলেন রাজশাহী থেকে সাদাকাত মাহমুদ বাদশা৷ তিনি জানালেন, ওয়েবসাইটে দেওয়া ‘জীবন দিয়ে হলেও গ্রামীণ ব্যাংক রক্ষার শপথ' এবং ‘একদিকে তথ্যকল্যাণী উদ্যোক্তা, অন্যদিকে উন্নয়নকর্মী' – এই দুটি প্রতিবেদন তাঁর কাছে খুব ভালো লেগেছে৷

বাংলা ওয়েবসাইটে আপনাদের দেওয়া ছবিগুলি আমার কাছে খুব ভালো লাগে এবং ছবির সাথে দেওয়া তথ্যগুলো দেখে ছবির অর্থ বুঝতে পারি৷ এই যেমন ‘জার্মানরা কফি পানে এগিয়ে' এবং ববস্ বিজয়ী মাহফুজাসহ অন্যান্য ছবিঘরগুলি দেখলাম ও পড়লাম৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ বিধান চন্দ্র টিকাদার, গুলশান, ঢাকা থেকে লিখেছেন এভাবে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন