কে পাবে সোনার ভালুক? | পাঠক ভাবনা | DW | 11.02.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কে পাবে সোনার ভালুক?

আজ সুন্দর সকালে নির্বিঘ্নে এফএম ৯৭.৬ মেগাহার্তস-এ বাংলাদেশের একগুচ্ছ তরতাজা খবর, ৬১তম বার্লিন চলচ্চিত্র উত্সবের ওপর রিপোর্ট, কবির সুমনের কণ্ঠে গান এবং

ফিচার পর্বে সবুজ পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কৃষি উত্পাদন ব্যাহত হচ্ছে - এ সম্পর্কে আর পশ্চিমের জানালায় ব্রিটেনে শুধু একটি ভাষা জানা যথেষ্ট নয় - এ বিষয়ে সাক্ষাত্কারমূলক প্রতিবেদন শুনে আমরা ক্লাবের সবাই ভীষণ মুগ্ধ হয়েছি। সুন্দর বস্তুনিষ্ঠ রিপোর্ট আর মনোগ্রাহী চমত্কার ফিচার দুটি উপহার দেয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ মোখলেসুর রহমান, কুষ্টিয়া৷ bdxci99@ovi.com

আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ বাংলা অনুষ্ঠানের সব পরিবেশনাই তথ্যবহুল ও আনন্দদায়ক তাই আমার ভালো লাগে৷ আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আরো নতুন নতুন তথ্য পাবো৷ আমি একটি ক্লাব গঠন করতে চাই কিন্তু কিভাবে করতে হবে জানিনা, অনুগ্রহকরে জানাবেন৷ জিয়া, ঢাকা ক্যান্টনমেন্ট৷

আজ সকালে রাজশাহী বেতার কেন্দ্র থেকে এফএম ব্যান্ডে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান ২০ মিনিট প্রচার বন্ধ ছিলো৷ আবু সাঈদ, অনলাইন ডি-এক্স ক্লাব, রায়পুর, বাঘমারা, রাজশাহী৷

গতকাল ডয়চে ভেলের ওয়েবসাইট পড়ে জানলাম বার্লিন চলচ্চিত্র উৎসবের কথা৷ যেখানে ৫৮টি দেশের ৪০০টি ছবি দেখানো হবে৷ খেলাধুলার পাতায় দেখলাম বিশ্বকাপ ক্রিকেটের আসরে আহতদের তালিকা দীর্ঘ হচ্ছে৷ চলতি ঘটনা এবং বিশেষ প্রতিবেদন পড়েও অনেক কিছু জানতে পারলাম৷ এমন সুন্দর ছবি আর সংবাদে ভরা ওয়েবসাইট সত্যি প্রশংসার দাবী রাখে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

আমি ডয়চে ভেলের একজন নতুন শ্রোতা, আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে৷ বিশেষ করে মুবারক বিরোধী আন্দোলন নিয়ে প্রতিবেদন খুব ভালো হচ্ছে৷ হেনা হত্যার প্রতিবেদনও খুব ভালো লেগেছে৷ আপনাদের সকলকে আমার আন্তরিক ভালোবাসা জানাই৷ বিপুল কান্তি রায়, সান্তালা, যশোর৷

আমি প্রতিদিন তোমাদের কথা শুনি৷ তোমাদের তথ্যনির্ভর সংবাদ খুব ভালো লাগে৷ আমি তোমাদের একজন নতুন শ্রোতা৷ আমি তোমাদের সাথে সুর মিলিয়ে বলতে চাই বাংলাকে ছড়িয়ে দাও সারা বিশ্বে ৷ রতন বেপারী, কচুয়া, বাগেরহাট৷

১০ ফেব্রুয়ারি আমাদের ক্লাবের উদ্যোগে ও ক্লাব সদস্যদের অভিনয়ে রাত ১০টায় জলিরপাড় খেলার মাঠে অভিনীত হবে ওপার বাংলার বিখ্যাত নাট্যকার বিমল মন্ডলের রচিত যাত্রাপালা, ‘ভাত পায়না ভাগের মা’৷ দীর্ঘদিন পর আমাদের এলাকায় এরকম একটি আয়োজনের ব্যবস্থা হওয়ায় এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে৷ ডয়চে ভেলের অনুষ্ঠান পরিচিতিও এখানে তুলে ধরা হবে৷ এই খবরটি আপনাদের ওয়েবসাইটে তুলে দেবেন৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদসহ সব পরিবেশনাই আমার অত্যন্ত ভালো লাগে৷ আমার জন্য অনুষ্ঠানসূচি ও অন্যান্য উপহার পাঠাবেন৷ মতিউর রহমান, গাইধারপাড়া, মুর্শিদাবাদ৷

বার্লিন চলচ্চিত্র উৎসবের সুন্দর প্রতিবেদন পড়ে মুগ্ধ হয়েছি৷ কত সিনেমার নাম জানলাম৷ কোন দেশ এবার বার্লিন থেকে সোনার ভালুকটি ঘরে নিয়ে যায়, ডয়চে ভেলের ওয়েবসাইটে দেখার অপেক্ষায় রইলাম৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ৷