সেসময় শর্ট ওয়েভে ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের কাছে খুবই জনপ্রিয় ছিল৷ ২০১০ সাল থেকে দিনে দু’টি করে অনুষ্ঠান প্রচার করা হতো এফএম ব্যান্ডে বাংলাদেশ বেতারের সহযোগিতায়, যা চলে ২০১৩ সালের ৮ই মার্চ অবধি৷ ২০১৩ সালের এপ্রিল থেকে ডয়চে ভেলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘অন্বেষণ’ বাংলা ভাষাতেও প্রচার শুরু হয়৷ বাংলাদেশে আরটিভি ও ভারতে ডিডি বাংলায় নিয়মিত প্রচার হচ্ছে এই অনুষ্ঠান৷
বাংলা বিভাগের ওয়েবসাইটে (dw.com/bengali ও m.dw.com/bengali) রাজনীতি, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ, সমাজ, অর্থনীতি, খেলাধুলা, উচ্চশিক্ষা ও লাইফস্টাইল সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়৷