পাঠকদের ভোটে ব্রাজিল অনেক এগিয়ে | পাঠক ভাবনা | DW | 18.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক মতামত

পাঠকদের ভোটে ব্রাজিল অনেক এগিয়ে

বিশ্বকাপের বেশ কয়েকটি দলই প্রথম ম্যাচ খেলে ফেলেছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকদের কাছে জানতে চাওয়া হয়েছিল, বাঙালিদের প্রিয় ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে কোন দলের খেলা বেশি ভালো লেগেছে ? পাঠকদের মধ্যে শতকরা ৮৭জনই ...

 ব্রাজিলের পক্ষে মত দিয়েছেন৷ আর  শতকরা মাত্র ১৩ জন আর্জেন্টিনার পক্ষে ভোট দিয়েছেন৷ অর্থাৎ, ১০০০ জনের কাছে ব্রাজিল দলের খেলা পছন্দ হয়েছে আর মাত্র ১৫৪ জন পাঠক বিশ্বকাপে উপভোগ করেছেন আর্জেন্টিনার দলের ম্যাচ৷  ফেসবুকে এ বিষয়ের পোস্টটি এ পর্যন্ত দেখেছেন মোট ৪৪৯৬ জন বন্ধু৷

তবে ব্রাজিল দলের ভক্ত, ডয়চে ভেলের পাঠক ওমর ফারুক একেবারে নিশ্চিত হয়েই ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘এতে আশ্চর্যের কিছু নেই৷ দু' দলের প্রতিপক্ষ আর খেলা দেখলেই বোঝা যায়৷ তাছাড়া, ব্রাজিল যদি পেনাল্টি পেতো তাহলে ঐ ম্যাচে ব্রাজিলই জিততো৷''

ব্রাজিলের সমর্থক মোহাম্মদ পাভেল মনে করিয়ে দিয়েছেন, ভোটে ব্রাজিলই এগিয়ে আছে৷

পাঠকদের মধ্যে ভিন্ন মতও অবশ্য রয়েছে৷ যেমন, জিয়াউর রহমানের নাকি কোনো দলের খেলাই ভালো  লাগেনি৷

সংকলন:  নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন