‘প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন' | পাঠক ভাবনা | DW | 12.04.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages
বিজ্ঞাপন

পাঠক ভাবনা

‘প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন'

কোটা ‘সংস্কার' না করে বাতিল করা হলো৷ প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে অনেক পাঠক স্বাগত জানিয়েছেন৷ আবার অনেকের কিন্তু ভিন্নমতও রয়েছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

কোটা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হলে কী হতে পারে তার একটা নমুনা দিয়েছেন পাঠক রুবেল জিয়াউল হক৷ তিনি লিখেছেন, ‘‘কোটা বাতিল করা হলে কোটাধারীরা মামলা করবে৷ যেহেতু কোটাব্যবস্থার সাংবিধানিক ভিত্তি আছে, তাই হাইকোর্ট বিভাগ থেকে কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হবে৷ তখন বর্তমান ৫৬% কোটাতেই এটি ফিরে যাবে৷ এক্ষেত্রে হাইকোর্ট বিভাগেরও করার কিছু থাকবে না, কেননা কোটার আনুপাতিক হার কত হবে সেটা নির্ধারণ করে দেয়া হাইকোর্ট বিভাগের কাজ নয়৷ তাই কোটা রাখতেই হবে, যেকোনো মূল্যে এবং তা ১০%-ই হতে হবে৷ কোনোভাবেই কোটা বাতিলের সিদ্ধান্ত মেনে নেয়া যাবে না৷''

পাঠক ইয়ামিন এটাকে উত্তেজনার বশবর্তী হয়ে দেয়া একটা অযৌক্তিক সিদ্ধান্ত বলে মনে করছেন৷ তিনি লিখেছেন, ‘‘ আমরা যারা আন্দোলন করছি, তারা কেউ কোটা বাতিলের জন্য নয় বরং কোটা পদ্ধতি সংস্কার করার জন্য আন্দোলন করছি৷''

তবে রুবি আক্তার, শিশির,নজরুল ইসলামসহ অনেকেই মনে করছেন  প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন৷

আর আরফান খান হৃদয় লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী বুদ্ধিমানের মতো সঠিক সিদ্ধান্ত নিয়েছেন৷'' তিনি আরো লিখেছেন, ‘‘সংস্কারের বদলে কোটা বাতিলের এই সিদ্ধান্তকে আমি সমর্থন করি৷''

যদিও নুরুল ইসলামের ধারণা একমাত্র ‘কোটার' কারণেই নাকি দেশে এখন লক্ষ লক্ষ বেকার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন