বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান অ্যামেরিকা থেকে ডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাতকারে তার ব্যক্তিগত জীবন, ক্রিকেট বা রাজনীতির মতো নানা প্রশ্নের উত্তর দিলেন যেভাবে...
দর্শকরা যেহেতু অনেকদিন পরে সাকিব আল হাসানকে সরাসরি দেখতে পাচ্ছিলেন তাই তাদের প্রথমেই নজর কাড়ে সাকিবের চেহারা বা ফিটনেস৷ তাদের নানা প্রশ্নের মধ্যে অলরাউন্ডার সাকিব আল হাসান কিভাবে তার ফিটনেস ধরে রাখছেন কিংবা ওজন কমিয়েছেন, জানতে চেয়েছেন, মোফাজ্জল হোসেন, আবদুর রহমান, আশরাফুল ইসলাম, জাহিজুল ইসলাম, মোহাম্মদ মুক্তার, তানজির ইসলাম, নিলুফার ফওজি, সাইফুর, মোহাম্মদ মিজান, সোহান রহমান, রেজাউল রাসেল, নূর নবী রনি, কাজি মামুনসহ অনেক দর্শক৷
উত্তরে মিষ্টি করে হেসে সাকিব আল হাসান জানান, তিনি রোজা রাখছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে রোজা রাখা মানে দীর্ঘ সময় না খেয়ে থাকতে হয়, তার ওপর দুটো ছোট্ট বাচ্চার দেখাশোনা মতো বিষয়গুলোই ফিট থাকার মূল কারণ৷
কথা প্রসঙ্গে তিনি জানান, গতমাসের ২৪ তারিখ জন্মগ্রহণ করা তাঁর মেয়ের নাম রাখা হয়েছে ‘ইররাম’, যার অর্থ জান্নাত৷
সাকিবের রাজনীতিতে আসার আগ্রহ আছে কিনা সে প্রশ্নের উত্তরে, সময়ই সেকথা বলে দেবে বলে কিছুটা এড়িয়ে যাবার চেষ্টা করেছেন তিনি৷ তবে অলরাউন্ডার সাকিব রাজনীতিতে এলে তা তাঁর জন্য মঙ্গল হবে না বলে মনে করছেন ডয়চে ভেলের দর্শক গোলাম মোর্শেদ রোবেল ও দর্শক জুনায়েদ ফয়সাল৷
অনুষ্ঠানটি অনেক দর্শক বেশ উপভোগ করেছেন৷ দর্শক নাহিয়ান আহমেদ লিখেছেন, প্রিয় সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসানের সাক্ষাতকারটি ভাল লেগেছে৷ জাফর আহমেদ, জাহিদুল উসলাম, মিশু সহ অসংখ্য দর্শক অনুষ্ঠানটি ভালো লাগার কথা জানিয়েছেন৷
এক সুযোগে ক্রিকেটার তামিম ইকবালের সঞ্চালনায় ইউটিউব অনুষ্ঠানটি ভালো লাগার কথা বললেন সাকিব আল হাসান৷
তিনি তরুণ খেলোয়াড়দের উদ্দেশে যার যার নিজের স্টাইলে খেলার পরামর্শ দিলেন তবে তিনি এটাও বলেন যে সেরা খেলোয়াড়দের গুরুত্বপূর্ণ কৌশলগুলো অবশ্যই অনূকরণ করা যেতে পারে৷ দর্শক তাহাজুল ইসলামও এই একই কথা লিখেছেন ফেসবুক পাতায়৷
সাকিব আল হাসান খেলায় ফিরে আসার পর তাঁকে আবার ক্যাপ্টেন হিসেবে দেখতে চান কিনা সে নিয়ে ডয়চে ভেলের করা করা এক পোল থেকে জানা যায়, শতকরা ৬১ জন দর্শক তাকে ক্যাপ্টেন হিসেবে দেখতে না চাইলেও ৩৯ জন দেখতে চান৷ তবে সাকিব আল হাসান নিজে কিন্তু ঠিক যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকেই আবার শুরু করার ইচ্ছা জানালেন তার বক্তব্যে৷
অন্যদিকে দর্শক আহমেদ জাফর আগামীতে সাকিব আল হাসানকে আরো কুশলী হওয়ার পরমর্শ দিয়েছেন, নূর নবী আগামী বিশ্বকাপের আগেই সাকিবকে ক্যাপ্টেন হিসেবে পেতে চান৷ সাকিবের এনার্জির উৎস জানতে আগ্রহী পাঠক রাজু খান৷ দর্শক মন্জুর মোর্শেদ সাকিবকে তামিম ইকবালের ইউটিউব শোতে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন৷
সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন
গত অক্টোবরের ছবিঘরটি দেখুন...
ভালো-মন্দে সাকিব
সেই যে শুরু
২০১০ সালে প্রথমবারের মতো বিতর্কে জড়ান সাকিব৷ ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাট করছিলেন তিনি৷ কিন্তু সাইড স্ক্রিনের পাশে এক দর্শকের নড়াচড়া তার মনযোগে বিঘ্ন ঘটাচ্ছিল৷ হঠাৎ ক্রিজ ছেড়ে বাউন্ডারি লাইনে ছুটে যান সাকিব, ব্যাট উঁচিয়ে ওই দর্শককে হুমকিও দিতে দেখা যায় তাকে৷
ভালো-মন্দে সাকিব
ক্ষমা চাওয়া
২০১০ সালের ২৩ জনুয়ারি দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি ছবি ছাপা হয়৷ ওই ছবিতে তৎকালীন বিসিবি সভাপতি আ হ মু মুস্তফা কামালের পায়ের কাছে নত হয়ে সাকিবকে তার হাত ধরে অনুনয়ের ভঙ্গিতে বসে থাকতে দেখা যায়৷ অনেকেই দাবি করেন, ওই দিন বোর্ড সভাপতির কাছে ক্ষমা চান সাকিব৷
ভালো-মন্দে সাকিব
দর্শকের কলার ধরে বিতর্কে
২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালে এক দর্শক অটোগ্রাফ চান সাকিবের কাছে৷ সাকিব তা দিতে অস্বীকৃতি জানালে মনোক্ষুন্ন দর্শক কটূক্তি করেন৷ তখন গ্যালারিতে গিয়ে ওই দর্শকের কলার চেপে ধরেন তিনি৷
ভালো-মন্দে সাকিব
অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষিদ্ধ
২০১৪ সালের চলতি বছরের ২১ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ছক্কা মারতে গিয়ে লং-অফে ধরা পড়েন সাকিব৷ আউট নিয়ে টিভি ধারাভাষ্যকারেরা আলোচনা করার সময় প্যাভিলিয়নে বসা সাকিব টিভি ক্যামেরায় ধরা পড়েন৷ ক্যামেরা দেখেই অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি৷ এই ঘটনায় দোষী প্রমাণিত হওয়ায় তিন ম্যাচে নিষিদ্ধ করা হয় তাকে৷
ভালো-মন্দে সাকিব
স্ত্রীর জন্য দর্শককে মারধর
২০১৪ সালের গত ১৬ জুন স্ত্রী শিশিরকে উত্ত্যক্ত করার অভিযোগে এক দর্শককে পেটান সাকিব৷ ভারতের বিপক্ষে ওয়ান্ডে সিরিজ চলাকালে ক্রিকেট বোর্ডের অনুমতি ছাড়া বিসিবির করিডোরে স্ত্রীর কাছে এসে এই কাণ্ড ঘটানোয় শাস্তিও পেতে হয় তাকে৷
ভালো-মন্দে সাকিব
জাতীয় দল ছাড়ার হুমকি!
বোর্ডের কাছ থেকে লিখিত অনুমতি না নিয়েই ২০১৪ সালের ২ জুলাই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে দেশ ছাড়েন সাকিব৷ এনিয়ে কোচ তাকে প্রশ্ন করলে জাতীয় দল ছেড়ে দেওয়ার হুমকি দেন তিনি৷ পরে বোর্ডের নির্দেশে ওয়েস্ট ইন্ডিজ থেকে দেশে ফিরে পুরো ঘটনার জন্য দায় দেন ওই সময়কার কোচ হাথুরুসিংহেকে, এ নিয়ে শুরু হয় বিতর্ক৷
ভালো-মন্দে সাকিব
আম্পায়ারের সঙ্গে অসদাচারণ
২০১৫ সালের ২৬ নভেম্বর বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে কট বিহাইন্ডের আবেদন করেন সাকিব ও অন্যান্য ফিল্ডারা৷ আম্পায়ার তানভীর আহমেদ তাতে সাড়া না দিলে তার সঙ্গে অসদাচারণ করেন সাকিব৷ এজন্য এক ম্যাচের জন্য নিষিদ্ধও হতে হয় তাকে৷
ভালো-মন্দে সাকিব
দর্শকের সঙ্গে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ভাইরাল হলে নিজের ফেসবুকে এনিয়ে ব্যাখ্যাও দেন তিনি৷
ভালো-মন্দে সাকিব
সবখানেই সেরা
ওয়ানেড, টেস্ট এবং টি টুয়েন্টি- আন্তর্জাতিক ক্রিকেটের এই তিন ফরম্যাটেই একসঙ্গে সেরা অলরাউন্ডারের আসন ধরে রাখেন সাকিব৷ খুব কম ক্রিকেটারই এই কীর্তি অর্জন করতে পেরেছেন৷
ভালো-মন্দে সাকিব
মুকুটবিহীন রাজা
গত বিশ্বকাপে মোট আট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ৷ দুই সেঞ্চুরিসহ সাকিব করেছেন ৬০৬ রান৷ এর মধ্যে সাত ইনিংসেই ৫০-এর বেশি রান করেছেন তিনি৷ এর আগে ২০০৩ বিশ্বকাপে ভারতের শচীন টেন্ডুলকার সাত ইনিংসে ৫০-এর বেশি রানের রেকর্ড গড়েছিলেন৷ এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলেন সাকিব, তাও আবার শচীনের থেকে তিন ম্যাচ কম খেলে! শেষ বিশ্বকাপে বল হাতে নিয়েছেন ১১ উইকেট৷
ভালো-মন্দে সাকিব
অনন্য, অদ্বিতীয় সাকিব
বাংলাদেশের হয়ে সাকিবের কীর্তিগুলো ক্রিকেট বিশ্বে তাকে কাছে অনন্য করে তুলেছে৷ সব ফরম্যাটেই বাংলাদেশের সেরা এই খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেটের অর্জনগুলো সেরার সেরাদের তালিকায় নিয়ে গেছে৷