‘যে কোনো নাগরিকেরই ভোটে জিতে সংসদে যাবার অধিকার আছে' | পাঠক ভাবনা | DW | 11.12.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘যে কোনো নাগরিকেরই ভোটে জিতে সংসদে যাবার অধিকার আছে'

‘‘উনি অনেক বড় অসাধ্য সাধন করে দেখিয়েছেন,'' আসন্ন নির্বাচনের প্রার্থী হিরো আলম সম্পর্কে ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য করেছেন একজন পাঠক৷ অনেক পাঠকই তাঁর পক্ষে বলেছেন, তবে ভিন্নমতও রয়েছে৷

‘‘নির্বাচনি মাঠে ব্যক্তি হিসেবে আমিই জনপ্রিয়তায় এগিয়ে ও শক্তিশালী প্রার্থী''- প্রার্থিতা ফিরে পেয়ে হিরো আলমের এই মন্তব্যের প্রেক্ষিতে ডয়চে ভেলের পাঠক মরিয়ম ঝুমার ব্যক্তিগত মতামত এরকম, ‘‘উনি অনেক বড় অসাধ্য সাধন করে দেখিয়েছেন৷ যাঁরা অল্পতে হাল ছেড়ে দেয়, তাঁরা ওনাকে দেখে প্রেরণা পেতে পারে৷ উনি সহজ-সরল হলেও কিন্তু একেবারে বোকা নন, তা তিনি বোঝাতে সক্ষম হয়েছেন৷''

আর হিরো আলমকে ভোট দেওয়া প্রসঙ্গে মোহাম্মদ হাবীব লিখেছেন, ‘‘এখন দলীয় নেতাদের চুরি করার ধান্দা আছে, তার চেয়ে হিরোকে ভোট দিলে ভালো হবে৷''

তবে পুরোপুরি ভিন্নমত পাঠক  হাম্মাদ সেজুলের৷ তিনি লিখেছেন, ‘‘এগুলো একটা জাতির পতনের চিহ্ন৷ জাতির সূর্যসন্তানদের জেলে বন্দি রেখে, পর্দার আড়ালে পচতে দিয়ে এখন এসব মূর্খ, অশিক্ষিত, জোকারদের নিয়ে সময় ব্যয় করছে মেইনস্ট্রিম মিডিয়া! যে টপিক নিয়ে প্রথম পাতায় কিংবা প্রাইমটাইম নিউজ হওয়ার কথা, দেখা যাচ্ছে সেখানে জায়গা জুড়ে নিয়েছে হিরো আলম ও খান হেলাল নামের উদ্ভটরা৷''

আর পাঠক রাজু খান মনে করেন, সমাজের উঁচু শ্রেণির মানুষগুলো যখন অহংকার, লুটপাট, বিদ্বেষপূর্ণ সমাজ চালু রাখবে, তখন হিরো আলমরাই এগিয়ে আসতে চাইবে৷''

অন্যদিকে সালাউদ্দিনের প্রশ্ন, ‘‘১২৫ কোটি জনসংখ্যার দেশ ইন্ডিয়াতে একজন দলিত, চা বিক্রেতার ছেলে যদি দেশের প্রধান হতে পারে, তা হলে হিরো আলমের মতো একজন বড় মাপের হিরো এমপি হতে পারবে না? যদি হিরো আলম এমপি হতে পারে, তাহলে ওর নির্বাচনি এলাকা হবে বাংলাদেশের একটি ডিজিটাল এলাকা!''

ওদিকে সাকিলা জাহান কলি মনে করেন, হিরো আলম ইয়াবা সম্রাট বদির চেয়ে যোগ্য প্রার্থী৷ তবে আলী হোসেন মনে করেন, ‘‘যে কোনো নাগরিকেরই ভোটে জিতে সংসদে যাবার অধিকার আছে৷''

হিরো আলম যেহেতু অভিনয় করে জিরো থেকে হিরো হয়েছে, সেহেতু তিনি রাজনীতিতেও জিরো থেকে হিরো হবেন বলে ধারণা হিরো আলমের ভক্ত নূর মোহাম্মদের৷

পাঠক শামীম আলম লিখেছেন, ‘‘আমিও চাই হিরো আলম এগিয়ে যাক, বেস্ট অফ লাক হিরো আলম৷'' আর হাসিনা হোসেনের মতে দেশের ‘শিক্ষিত চোর' নেতাদের চেয়ে হিরো আলম অনেক ভালো৷

তবে কামাল হোসেন হিরো আলমকে প্রার্থী হতে দেখে লিখেছেন, ‘‘সংসদে মনে হয় শিক্ষার কোনো দাম নেই৷'' পাঠক মাহমুদ হাসান এবং মিরাজ আনামের মন্তব্য,  ‘‘ইটস আ জোক৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন