সকলকে ঈদের শুভেচ্ছা | পাঠক ভাবনা | DW | 06.10.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সকলকে ঈদের শুভেচ্ছা

‘‘প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ দিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হবো৷''

এভাবেই ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ডা এস এম এ হান্নান, পাবনা, বাংলাদেশ থেকে৷

‘‘ঈদ মোবারক, সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি৷'' লিখেছেন শাহনেওয়াজ খান সুমন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, সময় টিভি, বাংলাদেশ৷

‘‘ঈদ মানেই খুশি৷ তাই কার্ড নয়, ফুল নয়, জানাই আমার প্রিয় ডয়চে ভেলের সবাইকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা৷ ঈদ মোবারক! ঈদু-উল-আযহা সব মুসলমানদের একটি মহান উৎসর্গের দিন৷ চলো যাই আমরা আমাদের মনের কুপ্রবৃত্তিকে উৎসর্গ করি৷'' মন্তব্য শিবগঞ্জ, বগুড়া থেকে এমএ বারিকের৷

আরো ঈদের শুভেচ্ছা জানিয়ে ই-মেল করেছেন আমাদের কাছে দিনাজপুর থেকে শাহ মো.মোকারম এবং ডা. এসএস ভট্টাচার্য্য, বেলদা, পশ্চিম মেদেনীপুর, ভারত থেকে৷ কাজী তৃণা, চট্টগ্রাম থেকে৷

‘‘পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ডয়চে ভেলে বাংলা বিভাগের সব বন্ধুদের জানাই হার্দিক শুভেচ্ছা৷ ঈদ মোবারক! প্রফেসর আশরাফুল ইসলাম, থানা পাড়া, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে লিখেছেন৷

ঈদ মোবারক! প্রীতি ও শুভেচ্ছা রইলো ডয়চে ভেলে বাংলা বিভাগের প্রতি৷ পাঠক ভাবনা পাতায় যথাসময়ে সাড়া দেওয়ার জন্য কৃতজ্ঞতার সাথে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি৷ চলতি ঈদ উত্‍সব ও দুর্গাপূজার নির্বাচিত প্রতিবেদনগুলো অত্যন্ত চমকপ্রদ ও মনোমুগ্ধকর লেগেছে৷ এ রকম প্রতিবেদন প্রতিটি উত্‍সবে প্রত্যাশিত ডয়চে ভেলে বাংলা বিভাগের কাছে৷ শুভ হোক আগামীর দিনগুলো, বিদায়! শুভ কামনায়৷ এম সবুজ মাহমুদ, তারতাপাড়া, মাদারগঞ্জ, জামালপুর৷

- আমাদের সকল পাঠক বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা৷ দিনটি আপনাদের সকলের আনন্দে কাটুক – এটাই আমাদের একান্ত কামনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন