অনেক পাঠক ভাবছেন দিল্লির দাঙ্গার জন্য দায়ী মোদী | পাঠক ভাবনা | DW | 26.02.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অনেক পাঠক ভাবছেন দিল্লির দাঙ্গার জন্য দায়ী মোদী

দিল্লির দাঙ্গার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  ও তাঁর সরকার দায়ী –ফেসবুক পাতায়  এই মন্তব্য একজন পাঠকের৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত ফেসবুক লাইভ দেখে বেশিরভাগ পাঠকই এমন মন্তব্য করেছেন৷

পাঠক মাহফুজুল হক লিখেছেন, ‘‘অবশ্যই নরেন্দ্র মোদী, অমিত শাহ ও দিল্লী প্রদেশ বিজেপি দায়ী৷''

পাঠক  মোবারক হোসেন, মোশারফ হোসেন, খোরশেদ খান, রাসেল সরদার,  আবদুল্লাহ আল খায়ের, মোহাম্মদ মিন্টু, আমিনুল ইসলাম, সাদাকাত খান, শামসুল হুদারও আলাউদ্দিনেরও একই মত৷ পাঠক লতিফুলও বলছেন সম্পূর্ণরুপেই মোদি এবং তার দল বিজিপি দায়ী৷

মাসুমের চৌধুরীর বিশ্বাস, ভারত আজ হোক কাল হোক খন্ডিত হবেই হবে৷ আর পাঠক মোহাম্মদ হাসু তো এ ব্যাপারে সবাইকে মোদীর বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন৷

আর পাঠক কাওসার বক্তব্য এরকম, ‘‘ভারত দক্ষিণ এশিয়ার ইসরায়েল৷ এটা হলো আঞ্চলিক সংঘাতময় রাজনীতির বর্তমান ও ভবিষ্যতের মূল কথা৷

দুই ইসরায়েলের রাজনীতি আগামীতে একই তালে আগাবে৷ বাংলাদেশে মোদীর আগমন আর নেতানিয়াহুর আগমনের মধ্যে কোনো ফারাক নেই''৷

পাঠক রাজু বেশির ভাগ পাঠকের সঙ্গে সুর মিলিয়ে বলেছেন, নরেন্দ্র মোদী আর অমিত শাহ হচ্ছেন দিল্লির দাঙ্গার  আসল কালপ্রিট৷

পাঠক আসাদের মতে দিল্লির দাঙ্গা ওনাদের পরিকল্পিত হত্যাকান্ড৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন