‘অফিস কর্মীদের মানসিক চাপ বেড়েই চলেছে’ | পাঠক ভাবনা | DW | 19.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘অফিস কর্মীদের মানসিক চাপ বেড়েই চলেছে’

‘বাংলার মুখ – ফেসবুক-এ মমতা’ এই প্রতিবেদনটি দারুণ লাগলো জানিয়েছেন পশ্চিমবঙ্গ থেকে শ্রোতাবন্ধু মৃন্ময়৷

গতকাল রাতে প্রচারিত হেল্থলাইন পর্বে জার্মানিতে অফিস কর্মীদের মানসিক চাপ ও কিছু পরামর্শের কথা জানলাম৷ এমন সমস্যা শুধু জার্মানিতেই নয়, আছে আমাদের মতো অফিস কর্মীদেরও৷ তাই উপদেশগুলো আমাদেরও কাজে আসবে৷ ইউরোপের সাইবার অপরাধ নিয়ে বিজ্ঞান ডটকম পর্বটিও ভালো লাগলো৷ একই সাথে ভালো লাগলো শ্রোতাদের মতামত ও ইউরো কাপের খবর৷ বিধান চন্দ্র টিকাদার, বিকাশ ভট্টাচার্য্য, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ থেকে লিখেছেন এই ই-মেলটি৷

‘হেল্থলাইন'পর্বে শুনলাম জার্মানিতে চাকরিজীবীদের মানসিক রোগ বেড়েই চলেছে৷ এই সম্পর্কে পরিবেশনাটি আমার দারুণ লাগলো৷ প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্র গড়, বর্ধমান৷

ডয়চে ভেলের অনুষ্ঠানে ঢাকার আশুলিয়ার গার্মেন্টস এর বর্তমান পরিস্থিতি নিয়ে শফিউল ইসলাম মহিউদ্দিনের সাক্ষাৎকার শুনলাম৷ আমরা গার্মেন্টস শিল্পের আশু সমাধান কামনা করছি৷ উল্লেখ্য গার্মেন্টস এ মজুরি ও ভাতা খুব কম, বেতন ও মজুরি বৃদ্ধি করা উচিত৷

ডয়চে ভেলে সব সময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে সেজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ এভাবেই লিখেছেন অসিত কুমার দাশ মিন্টু , ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম থেকে৷

‘মিশর-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ' শীর্ষক সংবাদটি আপনাদের ওয়েবসাইটে পড়তে গিয়ে মনে পড়ে গেল জাতীয় কবি কাজী নজরুলের একটি কবিতার দুটি পঙ্‌ক্তি – ‘অতি বাড়া বেড় না ঝড়ে ভেঙে যাবে, অতি নিচু হইও না ছাগে ধরি খাবে'৷ এইতো সেদিন ইন্টারনেটের একটি সংবাদে দেখলাম অবৈধ রাষ্ট্র ইসরায়েল ইরান আক্রমণের জন্য জার্মানিতে তৈরি সাবমেরিনে পারমাণবিক অস্ত্র বসাচ্ছে৷ তাঁর খানেকটা পরে আবার একটি সংবাদ প্রতিবেদন এল ‘সিরিয়ার সন্ত্রাসীদের প্রতি ইসরায়েল সরকারের পূর্ণ সমর্থন ব্যক্ত'৷ আর এখন আবার সংবাদ প্রতিবেদন এল ‘মিশর সীমান্তে ইসরায়েলি বাহিনীর হামলা, তিনজন নিহত' এসব মিলিয়ে বিগত পক্ষ কালের ঘটনা পরিঘটনা থেকে মনে হয় যেন ইসরায়েল নিজেকে একটি অবৈধ রাষ্ট্রের স্ট্যাটাস থেকে বর্তমান বিশ্বের একটি সুপার পাওয়ার দেশ হিসাবে পরিগণিত করতে অযথা হম্বিতম্বি শুরু করে দিয়েছে৷ পাছে যেন কবির ভাষায়, ‘ঝড়ে ভেঙে না যায় আর ছাগে ধরি না খায়' এম বি ফয়েজ উদ্দিন হাইলাকান্দি, আসাম, ভারত৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন