অভিবাসীদের হাতে জার্মানদের খুন হওয়া নিয়ে পাঠক-ভাবনা | পাঠক ভাবনা | DW | 11.09.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

অভিবাসীদের হাতে জার্মানদের খুন হওয়া নিয়ে পাঠক-ভাবনা

অভিবাসীদের হাতে জার্মান নাগরিকদের খুন হওয়ার  ঘটনা নিয়ে ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠকরা তাঁদের ভাবনার কথা জানিয়েছেন৷ একজন লিখেছেন ওই অভিবাসীরা ‘‘ গণতন্ত্র মানতে চায় না৷''  

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক কৃষ্ণপদ সরকার লিখেছেন, ‘‘৯৫% মুসলিম দেশেই এই সমস্যা৷'' তাঁর মতে, জার্মানদের হত্যায় জড়িত অভিবাসীরা গণতন্ত্র মানতে চায় না৷

পাঠক বিমান কর্মকারের ধারণা, জার্মানিতে এত বিদেশিকে জায়গা দেওয়ার কারণেই এমনটা হয়েছে৷

আর প্রভাত কুমার রায় বিদেশিদের সম্পর্কে লিখেছেন, ‘‘ ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে৷''

২২ বছর বয়সি এক জার্মান নাগরিককে হত্যার দায়ে দুই আফগানকে গ্রেপ্তার করেছে জার্মানির পূর্বাঞ্চলের শহর ক্যোথেনের পুলিশ৷ অত্যন্ত দুঃখজনক যে এই ঘটনার মাত্র দুই সপ্তাহ আগে আরেক জার্মানকে কুপিয়ে হত্যা করে আরো কয়েকজন অভিবাসনপ্রত্যাশী৷

এ সম্পর্কে পাঠক আরিফ শিমুল কোনো রাখঢাক না করে আফগানদের সম্পর্কে সরাসরি মন্তব্য করেছেন, ‘‘এরা অসভ্য৷''

আর মো. ফয়সাল মোস্তাকের মতে, ‘‘আফগানরা অশিক্ষিত৷ এদের ৯৯%  ছেলে সব দেশেই হামলা করে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন