‘আওয়ামীলীগের কাছে এমনটা আশা করিনি' | পাঠক ভাবনা | DW | 28.12.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আওয়ামীলীগের কাছে এমনটা আশা করিনি'

‘‘সরকারের ইতোমধ্যে নৈতিক পরাজয় হয়েছে৷ আওয়ামী লীগকে প্রশাসনের সহযোগিতা নিতে হচ্ছে''- বিএনপি'র মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই বক্তব্যকে সমর্থন করে ডয়চে ভেলের ফেসবুক পাতায় মতামত জানিয়েছেন পাঠক বন্ধুরা৷

Bangladesch Kamal Hossain and BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir

ফাইল ফটো

 ‘‘মির্জা সাহেব যথার্থ বলেছেন'' এই মন্তব্য সামসুল হক শামীমের৷ তবে তিনি দুঃখ করে লিখেছেন, ‘‘বর্তমান আওয়ামীলীগের কাছে এমনটা আশা করিনি৷'' পাঠক ইরফান উল্লাহ লিখেছেন, ‘‘এবারের পুরো নির্বাচনি প্রক্রিয়ায় ইসি, প্রশাসন ও আওয়ামী লীগের ভুমিকা খুবই প্রশ্নবিদ্ধ৷''

 ‘‘দেশে বিরাজমান অবস্থা দেখে মির্জা সাহেবের কথা ঠিকই মনে হয়'' এই মন্তব্য মুস্তাফিজুর রহমান মিলনের৷

আর ফেসবুক পাতায় শহিদুল ইসলাম লিখেছেন ‘‘আমার যতটুকু বয়স হয়েছে,  এত নিকৃষ্ট নির্বাচনের পরিবেশ আমি দেখিনি৷''

মো.আবদুল্লাহ মামুন, আনোয়ার হোসেন সাগর, হাসান আল মেহেদি, মাহমুদ হাসান, জাকির হোসেন, মাহবুব কবির, কাজি মানিক ও বাপ্পিসহ আরো অনেকেই মির্জা ফখরুলের বক্তব্যের সঙ্গে একমত৷

পাঠক রুবেল হোসেন লিখেছেন, ‘‘অবশ্যই স্পষ্ট দেখা যাচ্ছে যে, প্রশাসনিক সব মহল পক্ষপাতিত্ব করছে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী 

নির্বাচিত প্রতিবেদন