‘আমরা জিততে জিততে হেরে গেলাম' | পাঠক ভাবনা | DW | 03.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমরা জিততে জিততে হেরে গেলাম'

‘‘প্লিজ তামিম ভাই, ফিটনেস ঠিক করুন, নয়তো জাতীয় দল ছাডুন৷'' ভারতের বিপক্ষে ম্যাচ দেখার পর ডয়চে ভেলের ফেসবুক পাতায় একজন পাঠকের এই মন্তব্য৷ এভাবেই অনেকেই তাদের রাগ, দুঃখ  প্রকাশ করেছেন৷ কেউ আবার সান্ত্বনাও দিয়েছেন৷

হালিমার মতে, এই ম্যাচে মাহমুদুল্লাহকে দলে রাখা উচিত ছিল৷ ‘‘তবে খেলায় তো  হারজিৎ থাকবেই''- এ কথাও তিনি লিখেছেন৷

‘‘খুব আফসোস কালকের জেতা ম্যচটা হেরে গেলাম শুধু ধৈর্য্যের কমতি ছিল বলে'', মো.শাহালম৷ পাঠক মুরাদ হাসান খুব দুঃখ করে লিখেছেন, ‘‘আমরা জিততে জিততে হেরে গেলাম৷'' ‘‘তামিম ভাই, ফিটনেস ঠিক করুন, নয়তো জাতীয় দল ছাডুন,'' এই মন্তব্য হাসান ফারুকীর৷

রোহিত শর্মার ক্যাচ মিস করায় পাঠক সুলতান লিখেছেন, ‘‘তামিমকে কিছুদিনের জন্য দল থেকে বাদ দিন৷''

‘‘খেলায় ইচ্ছে করে কিন্তু কেউ হারতে চায় না৷ মাশরাফিকে নিয়ে মন্তব্য করার কিছু নেই'', মন্তব্যটি পাঠক  রোজিনা আক্তার রোজির৷  

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন