আমরা মর্মাহত | পাঠক ভাবনা | DW | 26.06.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

আমরা মর্মাহত

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের প্রয়াণে আমরা মর্মাহত৷ এই সম্রাটের সৃষ্টি নিয়ে নন্দন পরিবেশনা শুনতে চাই৷ সৌতিক হাতি, রগড়া, মেদেনীপুর, ভারত৷

এসপ্তাহের মোনালিসা পর্বে ভারতের রাজনীতিতে নারী কোটা ও অবস্হান প্রসঙ্গে প্রতিবেদন ও নারীর ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী ড.কাকলী ঘোষ দস্তিদারের সাক্ষাৎকার তথ্যপূর্ণ ও সময়পোযোগী হয়েছে ৷ ভারতের মতো বিশাল গণতান্ত্রিক দেশের পার্লামেন্টে কোটা নয় বরং নারী ও পুরুষ সমসংখ্যক সাংসদ থাকা উচিৎ৷ টুকরো খবরেও অনেক বাড়তি তথ্য পেলাম৷ এই পর্বটি উপহার দেয়ার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আবদুল কুদ্দুস মাষ্টার ও মমতাজ বেগম, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, বাংলাদেশ৷

ভারতের রাজনীতিতে নারীদের কোটা নিয়ে কাকলীর সাক্ষাৎকার বেশ ভালো লাগলো৷ তবে আরো ব্যাপকভাবে নারীদের এগিয়ে আসতে হবে৷ দেওয়ান রফিকুল ইসলাম, নওগাঁ, বাংলাদেশ৷

মোনালিসা ভীষণ ভীষণ ভালো লাগলো৷ ভারতের রাজনীতিতে মহিলাদের কোটা , বিষয় হিসেবে দুর্দান্ত৷ মুগ্ধ হলাম তথ্যের নিরপেক্ষতায়, ড. কাকলী ঘো, দস্তিদারের সাক্ষাৎকার অসাধারণ৷ মোনালিসার সব থেকে বড় সাফল্য পুরষদেরও সমানভবে টানে৷ চৈতালী সরকার, ড. সিদ্ধার্থ সরকার, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, ভারত৷

অন্যান্য বাংলা বেতার কেন্দ্রের চেয়ে ডয়চে ভেলের ওয়েবসাইট অত্যন্ত সুন্দর৷ এর জরুরী আকর্ষণ পডকাস্টিং এবং কুইজ৷ আপনাদের সংবাদ অপূর্ব ও নিরপেক্ষ ৷ সংবাদের ব্যাপারে আমরা পুরোপুরি ডয়চে ভেলের ওপর নির্ভরশীল৷ ড.এসএস ভট্টাচার্য, নবোদয় পল্লী, মেদেনীপুর, ভারত৷