‘আমরা সাগর-রুনি হত্যার নিরপেক্ষ বিচার চাই' | পাঠক ভাবনা | DW | 05.07.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমরা সাগর-রুনি হত্যার নিরপেক্ষ বিচার চাই'

২রা জুলাই সকালের অনুষ্ঠানে সাংবাদিক হত্যার ব্যাপারে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণ শুনলাম, যা আমাদের কাছে আশার বাণী৷ আমাদের শুধু একটাই চাওয়া, সাগর-রুনির হত্যার নিরপেক্ষ বিচার এবং অপরাধীর বিচার৷

সুর-সংলাপ রেডিও ক্লাব, যশোর, বাংলাদেশ থেকে এভাবেই লিখেছেন মোঃ ফজলুল করিম৷ এছাড়াও, সুর-সংলাপ রেডিও ক্লাবের পক্ষ থেকে ডিডাব্লিউ'র বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি৷

- বন্ধু ফজলুল করিম, আপনাকে অনেক ধন্যবাদ৷ আমাদের প্রাক্তন সহকর্মী সাগর ও তাঁর স্ত্রী রুনির হত্যাকারীদের শাস্তি হোক – এর থেকে বড় আশা এ মুহূর্তে আমাদেরও আর কিছু নেই৷ আশা করছি, ছোট্ট মেঘের মুখের দিকে তাকিয়ে শীঘ্রই এই হত্যাকাণ্ডের একটা নিষ্পত্তি করবে সরকার৷

ফজলুল করিম আরো লিখেছেন, ‘বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আইটি উদ্যোক্তা গোলাম রাব্বানির সাক্ষাৎকার শুনলাম৷ তাঁর বক্তব্যে ডিজিটাল বাংলাদেশ ও সরকারের সফলতার কথা শুনতে ভালো লাগলো৷ কিন্তু এখানে আমি বিনয়ের সাতে বলতে চাই যে, তিনি হয়তো ভুলে গেছেন যে এ সরকারই ১৫,০০০ টাকায় শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দিতে আজও সমর্থ হয়নি৷ ইন্টারনেট চার্জ এখনও ঊর্ধ্ব মূল্য, ডিজিটাল খাতে সরকারি বরাদ্দ ও ব্যয় কম, প্রত্যন্ত গ্রামের কথা বাদ দিলাম জেলা শহরগুলোতেও এখনও ডিজিটাল ব্যবস্থার পুরোপুরি প্রসার ঘটেনি৷ এমতাবস্থায় ডিজিটাল বাংলাদেশ কতোটা অগ্রসর হতে পারবে, তা দেখার বিষয়৷ এছাড়া, আরাফাতুল ইসলামের উপস্থাপনায় হিন্দু নারীদের বিবাহ উত্তর পরিস্থিতি নিয়ে পরিবেশনায় হিন্দু নারীদের করুণ চিত্র ফুটে উঠেছে৷ এ প্রতিবেদনে হিন্দু বিবাহ আইনের যথাযথ সংশোধন ও প্রয়োগের একান্ত অপরিহার্যতা ফুটে উঠেছে খুব পরিষ্কারভাবে৷'

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন