‘আমি পশু প্রেমী, তাই প্রতিবাদ জানালাম’ | পাঠক ভাবনা | DW | 22.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আমি পশু প্রেমী, তাই প্রতিবাদ জানালাম’

কুকুরকে একজন বিচারক ঢিল ছুড়ে নির্মমভাবে মারার আদেশ দেবেন, আমি ভাবতে পারছিনা৷ আমি তার প্রতিবাদ জানালাম৷ এই বিচারকের শাস্তি হওয়া দরকার৷

কুকুরকে বিচারক মৃত্যুদণ্ড দিলো, এই খবরটি আপনাদের ওয়েবসাইটে পড়ে সে দেশের বিচারকের প্রতি শ্রদ্ধা হারালাম৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, মুর্শিদাবাদ৷

‘জার্মান ছাত্রদের কফি শুটিং মেশিন উদ্ভাবন' - আপনাদের ওয়েবসাইটের এই প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ আমি স্কুল বন্ধুদের এই আবিস্কারের কথা বলবো৷ তবে কফি শেষ হলে আবার কফি দেওয়ার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারলামন না৷ যদি বিশদভাবে আলোচনা করেন খুব ভালো হয়৷ মেশিনটির কত দাম পরবে জানাবেন৷ মধুমিতা বন্দোপাধ্যায়, বর্ধমান৷

গতকালের হেল্থলাইন পর্বে এ্যাজমা, ডায়েবেটিস এবং ক্যানসার সম্পর্কে তানজানিয়ার কবিরাজ ও কিছু নতুন তথ্য পেলাম৷ আফজাল আলী খান, ফরিদপুর৷

আমি গত এক বছর যাবত ডয়চে ভেলের এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনি৷ আপনাদের প্রচারিত খবরাখবর বেশ ভালো লাগে৷ বিশেষকরে ফিচার পর্ব বিজ্ঞান ডটকম, সবুজ পৃথিবী,ক্যাম্পাস, স্বাস্থ্য বিষয়ক পরিবেশনাগুলো আমার কাছে খুব প্রিয়৷ আমি রাজশাহী শহরে বাস করি এবং এফএম তরঙ্গে প্রচারিত অনুষ্ঠান সুস্পষ্ট শুনতে পারি৷ আপনাদের অনেক ধন্যবাদ৷ প্রফেসর ইসমাইল হোসেন, কলেজ পাড়া, রাজশাহী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ