‘আসিফ মহিউদ্দীনের ওপর হামলায় আমরা শোকাহত’ | পাঠক ভাবনা | DW | 16.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘আসিফ মহিউদ্দীনের ওপর হামলায় আমরা শোকাহত’

বাংলাদেশের ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলায় দোষীদের শাস্তি দাবি করছি৷ আর কোনো সাংবাদিক, ব্লগার বা সংবাদকর্মীকে যেন এভাবে হেনস্থা না হতে হয় তার জন্য প্রয়োজনে আইন করে ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

ভারতের এলাহাবাদে গঙ্গা-যমুনার সঙ্গমস্থলে শুরু হয়েছে কুম্ভমেলা৷ দশ কোটিরও বেশি মানুষের সমাগম হচ্ছে সেখানে৷ এই উপলক্ষ্যে আপনাদের সাজানো ছবিঘরটি অসাধারণ৷ আমার জানতে ইচ্ছে করছে, ওখানে স্নান করলে কি হয়? এক যুগ পরে মহাকুম্ভ আর চার বছর পর পর সাধারণ কুম্ভ পালন করা হয়৷ ধর্ম বলে কথা, মানুষ কত কি যে করে! কোনো বিপদ ছাড়াই শেষ হোক পঞ্চান্ন দিন৷

জার্মানির তারকা মিরোস্লাভ ক্লোজে এখনও শিখতে আগ্রহী বিষয়টি জানতে পারলাম৷ রেকর্ড ভাঙা নিয়ে বিশেষ মাতামাতিতে আগ্রহী নন তিনি৷ বরং নানা বিষয়ে শিখতে চান৷ একজন খেলোয়াড় কতটা আত্মবিশ্বাসী হলে একথা বলতে পারে, তা তাঁকে দেখে বোঝা যায়৷ জার্মান জাতীয় দলের এবং ক্লাবের সর্বোচ্চ সাফল্যের জন্য লড়াই করছেন তিনি৷ ম্যুলারের রেকর্ড ছুঁতে আর মাত্র একটি গোল দরকার তাঁর৷ ক্লোজের সাফল্যের জন্য আমরা গর্বিত৷

Indien Kumbh Mela in Allahabad Menge

কুম্ভমেলা

সকালের একটি প্রতিবেদন দারুণ লাগলো৷ আসলেই এরশাদ সাহেব খুব সাহসী একজন মানুষ৷ আমি আমাদের এলাকার বা এখন ঢাকাতেও অনেকের কাছে শুনেছি যে, তাঁর সময়ে যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে তা বাকি ১৫ বছরেও হয়নি, আসলেই তাই৷ তাঁর সহজ কথাগুলোর মানে আছে৷ বিশ্বজিতকে নিয়ে তাঁর মন্তব্য সমর্থন করি আমি৷ এমন একটি ঘটনাকে স্মরণ করে লোক বার বার ধিক্কার জানাক সেই সব নরপশুদের, যারা দিনের আলোয় টিভি ক্যামেরার সামনে এই নারকীয় হত্যাকাণ্ডটি ঘটিয়েছে৷ কয়েকটি ই-মেলে মো. সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব ঢাকা সেনানিবাস থেকে এসব কথা লিখেছেন৷

সাতক্ষীরা থেকে শ্রোতাবন্ধু অমিত বসু জানিয়েছেন, ধূমপান নিয়ে তথ্যবহুল প্রতিবেদনটি দারুণ লেগেছে তাঁর৷

নতুন দিল্লির বন্ধু সুভাষ চক্রবর্তীর মন্তব্য, সংস্কৃতি বিনোদন শীর্ষক পরিবেশনায় অস্কার, বার্লিনালে এবং গোল্ডেন গ্লোব পুরস্কার নিয়ে টুকরো টুকরো প্রতিবেদনগুলি থেকে আমরা সর্বশেষ তথ্য জেনে খুব উপকৃত হচ্ছি৷

ফয়সাল আহমেদ লিখেছেন, সাংবাদিক নির্যাতন বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানের সাক্ষাৎকারটি গুরুত্বপূর্ণ ছিল৷ সাংবাদিকদের প্রতি হামলার বিচার বিষয়ে আমাদের দেশের প্রতিটি সরকারই উদাসীন৷

বিধান চন্দ্র টিকাদার লিখেছেন, সমকামীদের বিয়ের বিরোধিতা – ফ্রান্সের এই আইনের আমিও বিরোধিতা করছি৷

- ধন্যবাদ সবাইকে, আবারও লেখার অনুরোধ করছি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন