‘ইতিহাসের কালো অধ্যায়ে বাঙালিদের দেখতে চাই না’ | পাঠক ভাবনা | DW | 08.10.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইতিহাসের কালো অধ্যায়ে বাঙালিদের দেখতে চাই না’

দ্বিতীয় মহাযুদ্ধে, ১৯৩৩ থেকে ১৯৪৫ - এই ১২ বছরে ১৪০০টি ইহুদি সিনাগগ পোড়ায় নাৎসিরা আর বাংলাদেশে জঙ্গিরা ২৯ সেপ্টেম্বর মাত্র ৪ ঘণ্টায় ১৩টি বৌদ্ধ মন্দির পুড়িয়ে দেয়৷ শতবর্ষ পরেও আমরা কি ইতিহাসের স্থান পাব না?

সরকারের কাছে প্রগতিশীল মানুষের দাবি, অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব বৌদ্ধ সংস্থার কাছে ভুল শিকার করে জঙ্গিদের খুঁজে বের করুন এবং বলিষ্ঠ কন্ঠে পৃথিবীকে জানিয়ে দিন যে এ ঘটনার সাথে কোনো শান্তি প্রিয় বাঙালি জড়িত নেই৷

বাঙালিরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান - একসাথে মিলে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে ৪০ বছর আগে৷ তারা সাম্প্রদায়িক নয়৷ আমাদের গৌরবজনক এবং মহিমান্বিত ইতিহাস আছে, আমরা ইতিহাসের কালো অধ্যায়ে বাঙালিদের নাম দেখতে চাই না৷ মোনাজ হক, বার্লিন, জার্মানি থেকে জানিয়েছেন৷

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ৷ তাই আসুন আমরা সবাই শিশুদের প্রতি যত্নবান হই৷ ডা. এস এম এ হান্নান পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব হরিপুর পাবনা৷

সুদীপ্ত চ্যাটার্জি মহাশয়ের সাক্ষাত্কারটি খুব ভালো লাগলো, ধন্যবাদ৷ তাপস নাথ, কলকাতা৷

মুন্নি সাহার সাক্ষাৎকারটি শুনে মহিলা সাংবাদিকরা অনেক প্রেরণা পাবেন৷ ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ আফজাল আলী খান, ফরিদপুর৷

ই-মেল এবং এসএমএস-এ পাঠানো মতামতের জন্যও ধন্যবাদ সবাইকে৷ অন্যান্য প্রতিবেদন সম্পর্কে আরো মন্তব্য দেখতে ক্লিক করুন আমাদের ফেসবুকে, ঠিকানা www.facebook.com/dwbengali

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন