‘ইদানিং অনুষ্ঠানের সব পরিবেশনাই ভালো লাগছে' | পাঠক ভাবনা | DW | 23.07.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ইদানিং অনুষ্ঠানের সব পরিবেশনাই ভালো লাগছে'

রওশন আরা লাবনী, প্রযত্নে মোঃ সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ঢাকা সেনানিবাস, বাংলাদেশ থেকে লিখছেন, আমাদের ভালোবাসা এবং শুভেচ্ছা নেবেন৷ আশা করছি সবাই ভালো আছেন৷ আমরাও সবাই ভালো আছি৷

তিনি আরো লিখেছেন, ‘অনুষ্ঠানের সব পরিবেশনাই ভালো লাগছে৷ বিশেষ করে আন্তর্জাতিক খবরগুলো বেশ লাগছে৷ নানা ধরনের তথ্য পাচ্ছি৷ সিরিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে পরিবেশনা ভীষণ ভালো লাগছে৷ আজকের ইনবক্সে আফরোজা সোমার বিদায়ী সাক্ষাত্কারটিও খুব ভালো লাগলো৷ দেবারতি গুহ দিদির উপস্থাপনায় ইনবক্স খারাপ লাগছে না৷ তবে নুরুননাহার আপাকে মিস করছি৷ উনি কবে নাগাদ ফিরবেন ইনবক্স'এ? ওহ্, আর একটা কথা...আমার জা রেহানা খাতুন, মুগ্ধ আই আর এল ক্লাব, শংকরদিয়া, গোস্বামী দুর্গাপুর, কুষ্টিয়ায় থাকেন তিনি৷ তাঁর পুরস্কারটি এখনও হাতে পাইনি৷ ওটা আমাদের ঢাকার ঠিকানায় পাঠানোর কথা ছিল৷'

- ধন্যবাদ আপনাকে৷ আশা করছি খুব শীঘ্রই পুরস্কার পৌঁছে যাবে আপনার হাতে৷

অয়ন চক্রবর্তী, হটুদেওয়ান নাগেরপাড়া, বর্ধমান, ভারত থেকে লিখেছেন, ‘প্রিয় ডিডাব্লিউ'র সকলে, একরাশ প্রীতি ও শুভেচ্ছা নেবেন৷ আশাকরি সবাই কুশলে আছেন৷ আমি আপনাদের একজন পুরনো বন্ধু৷ ডয়চে ভেলে আমার সবচেয়ে প্রিয়৷ তাই নিয়মিত ওয়েবসাইট ভিজিটের পাশাপাশি গঠনমূলক মতামত প্রদান করে থাকি৷ আমি ব্লগার আবু সুফিয়ানকে অভিনন্দন জানাতে চাই আপনাদের মাধ্যমে৷ আরো বলতে চাই যে, ওয়েবসাইটে খেলার খবরের মাধ্যমে আমাদের শ্রোতা ক্লাবের তরুণরা অনেক তথ্য জানতে পারছে৷ এছাড়া, চলতি ঘটনার নিয়মিত আপডেড পাচ্ছি৷ তবে আমার একটা প্রস্তাবও আছে৷ আমি শ্রোতাদের মতামত পাওয়ার পর, ফিডব্যাক ব্যবস্থা চালু করার প্রস্তাব রাখছি৷'

- বন্ধু অয়ন, বব্স'এ রিপোর্টাস উইদাউট বর্ডার্স পুরস্কারজয়ী ব্লগার আবু সুফিয়ানকে আপনার শুভেচ্ছা আমরা পৌঁছে দেব৷ তবে সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক'এর মাধ্যমে চটজলদি ‘ফিডব্যাক' বা অনুষ্ঠান বিষয়ক মন্তব্য পাঠানোর কিন্তু একটা ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করেছি৷ আপনি চট করে আমাদের ‘ফেসবুক ফ্রেন্ড' হয়ে যান আর জানিয়ে দিন আপনার মতামত৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন