‘এক শ্রেণির পুরুষ নারীদের শুধু ভোগ্যপণ্য মনে করে’ | পাঠক ভাবনা | DW | 11.09.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এক শ্রেণির পুরুষ নারীদের শুধু ভোগ্যপণ্য মনে করে’

‘কার্টুন আঁকার দায়ে ভারতে গ্রেপ্তার ’এই প্রতিবেদনটি পড়ে ফেসবুকের পাতায় বন্ধু কাঞ্চন কুমার চ্যাটার্জীর মন্তব্য – খুবই দুঃখজনক ঘটনা৷

ফয়সাল আহমেদের মন্তব্য – খারাপ সংবাদ৷

‘রাতে যেসব মহিলা কাজ করেন' এই প্রতিবেদন পড়ে রাসেল শিকদার ফেসবুকে মন্তব্য করেছেন, পুরো প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷

আবদুল রশীদের মন্তব্য – সমাজে এক শ্রেণির কাপুরুষ আছে, যারা মহিলাদের দেখলে কুকুরের মতো আক্রমণ করে৷

ফয়সাল আহমেদ লিখেছেন, আমি বিশ্বাস করি এই সমস্যা শিগগিরই সমাধান হবে৷ এ ছাড়াও ৮জন বন্ধু ‘লাইক' করেছেন প্রতিবেদনটি৷ বিভিন্ন প্রতিবেদন সম্পর্কে ফেসবুকে অনেক বন্ধু মন্তব্য করেছেন এবং পছন্দ করেছেন৷

‘রাতে যে সব মহিলা কাজ করেন' শিরোনামের প্রতিবেদনটির সাথে আমিও একমত যে, রাতে মহিলাদের পথেঘাটে দেখাটা যখন সাধারণ হয়ে আসবে, তখনই মহিলাদের বিরুদ্ধে যৌন সহিংসতা কমবে৷ বিজ্ঞান প্রযুক্তিতে, এলইডি প্রযুক্তির জয়যাত্রা নিয়ে প্রতিবেদনটি আমাদের কাছে খুবই ভাল লেগেছে৷ ই-মেলে জানিয়েছেন মো. আব্দুল মান্নান ,মশীপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে৷

পৃথিবীর বয়স যতই বাড়ছে বিজ্ঞানের চাকা ততই সচল হচ্ছে৷ বিশাল পৃথিবীর যে কোন প্রান্তের খবর মুহূর্তের মধ্যে পৌঁছে যাচ্ছে সবার কাছে৷ এটাতো বিজ্ঞানেরই আর্শিবাদ৷ তাদের প্রতিনিয়ত সৃষ্টি আমাদের জীবনকে করছে সহজ থেকে সহজতর৷ আর এই বিজ্ঞানের প্রতিটি আবিষ্কার যদি আমরা সঠিক পথে ব্যবহার করতাম তা হলে কতই না ভালো হত৷

ডয়েচে ভেলে থেকে মোবাইল ক্লোন নিয়ে প্রতিবেদনটি থেকে অনেক কিছু জানতে পারলাম৷ এর আগে আগে বিষয়টি সম্পর্কে ইন্ডপেন্ডেট চ্যানেলে সামান্য কিছু জানতে পেরেছিলাম৷ সময় উপযোগী খবরটি প্রচারের জন্য অসংখ্য ধন্যবাদ৷ আসুন আমরা নিজেরা সচেতন হই এবং আমাদের পাশের মানুষগুলোকে সচেতন করে তুলি৷ এ বিষয়ে আরো তথ্য প্রচার করার অনুরোধ করেছেন ই-মেলে শ্রীনাথদী, মাদারীপুর থেকে মো.রাসেল সিকদার৷

আমি জাওয়াদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রসায়ন প্রথম বর্ষে অধ্যয়ন করছি৷ আমি ছাত্র হিসেবে ভালোই, খারাপ না৷ আশা করছি প্রথম বর্ষে প্রথম স্থান অধিকার করব৷ আমার ইচ্ছা আমি আমার মাস্টার্স গ্যোটিংগেন বিশ্ববিদ্যালয় থেকে করব৷ যদিও অনেক সময় বাকি তবুও আমি জার্মান ভাষা শিখতে চাই৷ আমার পড়াশোনার পাশাপাশি অতটুকু সামর্থ্য নেই যে চট্টগ্রামস্থ ডী স্প্রাখে থেকে জার্মান ফাউন্ডেশন কোর্স করতে পারব৷ তাই আমাকে এমন পথ বাতলে দিন যেন আমি জার্মান নিজে নিজে চর্চায় শিখতে পারি৷ আশা করি এ ব্যাপারে সাহায্য করবেন৷ আপনাদের কাছে যদি কোন রসায়ন (পিওর, অ্যাপ্লাইড, কেমিক্যাল, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি) বিষয়ে আমার মত প্রথম বর্ষ পড়ুয়া কোন ভালো শিক্ষার্থীর ই-মেল অ্যাড্রেস থাকে তবে অনুগ্রহপূর্বক পাঠাবেন এতে আমি জার্মান বিশ্ববিদ্যালয়সমূহে পঠিতব্য বিষয় সমূহ সম্পর্কে অবগত হতে পারব৷ আশু উত্তরের আশায়৷

-আমাদের ওয়েবসাইটের প্রথম পাতায় একেবারে ওপরের দিকেই লেখা আছে ‘জার্মান ভাষা শিখুন' সেখানে ক্লিক করলেই আশাকরি পেয়ে যাবেন আপনার জানতে চাওয়া সম্ভাব্য প্রশ্নের উত্তরগুলো৷ তাছাড়া ‘জার্মানিতে উচ্চ শিক্ষা 'পাতায় ক্লিক করলে পেয়ে যাবেন বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানা-যেখানে আপনি নিজেই সরাসরি প্রশ্ন করতে পারেন ইংরেজি ভাষায়৷

- বন্ধুদের প্রতিদিন এভাবেই সঙ্গে থাকার অনুরোধই করছি বাংলা বিভাগের সবাই৷


সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন