এমন কোনো আইন কি নেই যে রোহিঙ্গাদের সঠিক পথ দেখাবে? | পাঠক ভাবনা | DW | 08.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

এমন কোনো আইন কি নেই যে রোহিঙ্গাদের সঠিক পথ দেখাবে?

পৃথিবীতে তথ্য এবং প্রযুক্তি যত উন্নত হয়েছে, মানব সমাজের জীবনধারাও পাল্টে গেছে৷ তবে কি মানুষ মানুষের জন্য কিছু করতে পারে না? অর্থাৎ পৃথিবীর বুকে সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের দুঃখ কি উপলব্ধি করতে পারে না?

প্রশ্নগুলি সুহৃত বন্দ্যোপাধ্যায়ের৷ টেংগাবেরিয়া, জৌগ্রাম, বর্ধমান থেকে তিনি আরো লিখেছেন,

নুরুননহার সাত্তার মহাশয়া, বেশ কয়েকদিন আপনার কন্ঠস্বর শুনতে পাইনি কারণ আপনি ভ্রমণ করছিলেন৷ আপনার বলা নায়গ্রা জলপ্রপাতের বিবরণ আমার কাছে বেশ ভালো লেগেছে৷ আপনার বিবরণ শুনে মনে হলো যেন আমি নায়গ্রা জলপ্রপাতের কাছেই আছি৷

যাই হোক এবার আসল প্রশ্নে আসি, রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা আমার কাছে খুবই বেদনাদায়ক৷ কারণ যারা রুজি-রোজগারের জন্য এক দেশ থেকে অন্য দেশে গিয়ে ঠাঁই নিয়েছে, তাদের এভাবে ছন্নছাড়া হয়ে থাকতে হবে? পৃথিবীর বুকে এমন কোনো আইন কানুন নেই যে এদের সঠিক পথ দেখাবে? পৃথিবীতে এরকম অমানবিকতা সর্বত্রই ঘটতে চলেছে৷ পৃথিবীর বৃহৎ গণতন্ত্রের দেশ ভারতও বাদ যায়নি৷

বাংলাদেশে মানবতা বিরোধী বিচার নিয়ে ড. আহমেদ জিয়াউদ্দিনের সাথে আলাপচারিতা গুরুত্বপূর্ণ ছিল বললে মনে করেন গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ৷ তিনি আরো লিখেছেন, মোনালিসা অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, লেখিকা মেহেরুন্নেসা মেরীর সাক্ষাৎকারের দুটি পর্বই শুনলাম৷ তাঁর গৌরবময় অতীত ও বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে জেনে ভীষণ ভালো লাগলো৷ ডয়চে ভেলের কয়েকজন নিয়মিত শ্রোতা মুক্তিযোদ্ধা ছিলেন৷ তাঁদের কিছু স্মৃতি প্রচারের পরামর্শ রইল৷

আমার শুভেচ্ছা নেবেন৷ আমরা ডয়চে ভেলের অনুষ্ঠানমালা শুনছি ও খুব ভালো লাগছে৷ ডয়চে ভেলে থেকে অলিম্পিক খেলার নানা খবরাখবর পাচ্ছি, যা ভালো লাগছে৷ আমরা চাই অলিম্পিকে জার্মানি ভালো ফল করুক৷ ডয়চে ভেলে থেকে যেন মাঝে মাঝে পরিবেশ বিষয়ে জানানো হয়, এই অনুরোধ থাকলো৷

ডয়চে ভেলের ওয়েবসাইটে যাদের নাম ও মতামত দেখা যায় তাদের ই-মেল ঠিকানাও সাথে দিলে খুব ভালো হয়৷ এতে করে শ্রোতারা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারবে এবং তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠবে৷ এ বিষয়ে নজর দেবার অনুরোধ রইলো৷ আবদুর রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, ছাতিনগ্রাম, নিমাইদিঘী, বগুড়া৷

সংকলন: নুরুননহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন