‘এমন বাংলাদেশ চাই যেখানে সবাই ন্যায্য বিচার পাবে' | পাঠক ভাবনা | DW | 02.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এমন বাংলাদেশ চাই যেখানে সবাই ন্যায্য বিচার পাবে'

বাংলাদেশের নির্বাচন নিয়ে ডয়চে ভেলে আয়োজিত টক শো ‘কেমন বাংলাদেশ দেখতে চাই' নিয়ে ফেসবুক পাতায় পাঠকদের ভাবনার কথা তুলে ধরা হলো৷

ডয়চে ভেলের ফেসবুক পাতায় পাঠক জহুরুল ইসলাম ‘কেমন বাংলাদেশ দেখতে চাই' শিরোনামের আলোচনায় লিখেছেন, ‘‘যেখানে আমার নিজের ভোট দিতে পারিনি, সেখানে আমি কেমন বাংলাদেশ আশা করতে পারি?''

পাঠক মারুফ আলম লিখেছেন, ‘‘একটা স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে দেশের প্রতিটি মানুষ একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে সকল সাংবিধানিক অধিকারপাবে সমানভাবে৷ সবাই স্বাভাবিক মৃত্যুর অধিকার পাবে, ধর্ষিত হবে না কোনো স্বাধীন বাংলাদেশের নারী৷ সবাই ন্যায্য বিচার পাবে, কারো প্রতি ছলনা করা হবে না৷ যে স্বাধীন দেশে কোনো বিচার বহির্ভূতহত্যাকাণ্ড ঘটবে না৷ সকল সরকারি সংস্থাকে জবাবদিহিতা করতে হবে তাদের অনৈতিক কাজের জন্য৷ পুলিশ হবে জনগণের সহায়ক, যা আমরা উন্নত দেশগুলোতে দেখে থাকি৷ পুলিশ কারো লাঠিয়াল বাহিনী নয়, তাদেরকে জানতে হবে জনগণের নিরাপত্তা দিতেই তারা নিয়োগ পেয়েছে৷''

আর নাজমুল হক প্রায় একই কথা লিখেছেন, ‘‘ ১০ বছর ধরে আমি আমার ভোট অধিকার থেকে বঞ্চিত৷ তবে কিছু বলতে ভয় লাগে, পারলে কিছু অনুমান করে নিন৷''

পাঠক দেলোয়ার মনে করেন, বাংলাদেশের একাদশ  জাতীয় নির্বাচন মোটেই নিরপেক্ষ হয়নি৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন