‘এরশাদের সাম্প্রতিক ভারত সফর’ | পাঠক ভাবনা | DW | 21.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এরশাদের সাম্প্রতিক ভারত সফর’

আজ সকালের অনুষ্ঠানে সম্প্রতি হুসেইন মুহাম্মদ এরশাদের ভারত সফর নিয়ে রাজনৈতিক বিশ্লেষক আসিফ নজরুলের বিশ্লেষণ এবং তাঁর কথা খুব ভালো লেগেছে৷

রাজশাহীতে অনুষ্ঠান খুব ভালো শোনা যাচ্ছে৷ আমাদের ক্লাবের জন্য নিয়মিত ম্যাগাজিন, স্টিকার, ভিউকার্ড ও অন্যান্য উপহারসামগ্রী পাঠিয়ে অনুপ্রাণিত করবেন৷ প্রফেসর সাইফুল ইসলাম থান্দার, রেডিও লিসনার্স ক্লাব অ্যান্ড লাইব্রেরি, পুরান তাহিরপুর, আলীয়াবাদ, রাজশাহী থেকে ই-মেলে এসব কথা লিখেছেন৷

ডয়চে ভেলের প্রাণপ্রিয় বন্ধুরা, আবারো ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি৷ প্রথমে কৃতজ্ঞতা জানাই আমার ক্লাবের হান্নান সাহেবের মতামত ‘পাঠক ভাবনায়' প্রকাশ করার জন্য৷ সত্যি বলতে কি ডয়চে ভেলে একটি সত্য-ন্যায়ের সর্বসাধারণের মিডিয়া৷ তাই বার বার ওয়েবসাইট ভিজিট করতে ইচ্ছে হয়৷ এছাড়াও ডয়চে ভেলে থেকে সবসময়ই মূল্যায়ন পাই, আর ভবিষ্যতেও পাবো - এটা আমার বিশ্বাস৷

ডয়চে ভেলে থেকে মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী বিচার কার্য্য নিয়ে ‘আইনকানুন' নামে একটি সিরিজ চালু করবেন৷ বর্তমান প্রযুক্তির উন্নয়ণে আমাদের এলাকাও পিছিয়ে নেই৷ হাজার হাজার শ্রোতা এখন ডয়চে ভেলের অনুষ্ঠান উপভোগ করে নিজস্ব কম্পিউটারে৷ মিসেস তাবাসসুম, পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে এই ই-মেলটি পাঠিয়েছেন৷

‘বাংলা বিভাগের সবাইকে শুভেচ্ছা জানাই' - পাঠক ভাবনার গতকালের ছবিটি এতই মনোমুগ্ধকর যে প্রত্যেক ধর্মের প্রতি মানুষের আবেগ অনুভূতি বাড়বে৷ তাই আপনাদের প্রতি আমার ঈদের শুভেচ্ছা রইলো৷ জৌগ্রাম, বর্ধমান থেকে জানিয়েছেন সুহৃদ ব্যানার্জি৷

নন্দন অনুষ্ঠানে শরতে বাংলার প্রকৃতি শিরোনামে পরিবেশনাটি চমৎকার ছিল৷ এ ধরনের পরিবেশনা আরও প্রচার করার অনুরোধ করছি৷ ফয়সাল আহমেদ, গোপালগঞ্জ৷

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আমরা অত্যন্ত আনন্দপূর্ণ মনে আপনাদের জানাচ্ছি যে ক্লাবের সকল সদস্য ঠিক আগের মতোই প্রিয় ডয়চে ভেলের বাংলা আয়োজনকে সঙ্গ দিয়ে চলেছে৷ নিতান্ত সময় স্বল্পতা ও পেশাগত ব্যস্ততার জন্য চিঠি লিখতে পারছিনা৷ এজন্য মনে দুঃখ পাবেন না৷ আমরা কেউ না কেউ নিয়মিত চিঠি লিখবো৷ প্রচারিত আয়োজন ছাড়াও ওয়েবসাইট আয়োজনগুলিও আমাদের কাছে এখন একইভাবে পছন্দ৷ ভালো থাকুন সকলে৷ ডা. বিকাশ রঞ্জন ঘোষ সন্ধ্যা মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷

- মতামত জানানোর জন্য নতুন-পুরনো সকল বন্ধুকে আন্তরিক ধন্যবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন