‘এসো শুদ্ধ বাংলা শিখি' | পাঠক ভাবনা | DW | 21.02.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘এসো শুদ্ধ বাংলা শিখি'

আজ অমর একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ এই দিনটিকে স্মরণ করে শ্রোতাবন্ধু ধীরেন বসাক লিখেছেন, বাঙালি হিসেবে আমি গর্বিত৷ তাই সকলকে এই দিনের শুভেচ্ছা জানাই৷

আলিপুর থেকে মো. আফজাল আলী খান লিখেছেন, এই দিনে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি৷ সেই সাথে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আহ্বান জানাই আসুন, আমরা মাতৃভাষাকে মর্যাদা দিতে শুদ্ধ রূপে এ ভাষার চর্চা করি৷ শিক্ষা ক্ষেত্রে মাতৃভাষা সহ অন্যান্য ভাষার বইপত্রও পড়ি৷

আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা জানবেন সকলে৷ আজ ঐতিহাসিক মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ ১৯৫২ এর আজকের দিনে ঢাকার রাজপথে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে যে সকল বড় ভাইয়েরা ভাষার দাবিতে আইন অমান্য করে নিজেদের জীবন রাজপথে বিলিয়ে দিয়েছিলেন, আমরা ক্লাবসদস্যবৃন্দ তাঁদেরকে সশ্রদ্ধ প্রণিপাত ও আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি৷

আর সকল মাতৃভাষা প্রেমিক বড় ভাইদের বিদেহী আত্মার স্বর্গবাস কামনা করছি৷ আজকের এই দিনে আপনারা যারা বিদেশে যাযাবর জীবন বেছে নিয়ে মাতৃভাষা প্রচারে নিজেদের সম্পৃক্ত রেখেছেন, ক্লাবের পক্ষ থেকে আপনাদের জানাই লাল গোলাপ শুভেচ্ছা৷ ভাল থাকুন সকলে৷

ধন্যবাদান্তে ডা. বিকাশ রঞ্জন ঘোষ ও মায়া রাণী ঘোষ, সন্ধ্যা মেমোরিয়াল ডিএক্সিং ক্লাব, কপিলমুনি, খুলনা৷

আজ একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস৷ এই দিনটি সমস্ত বাংলা ভাষা-ভাষির মানুষের কাছে এক গর্বের দিন, ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি অর্পণের দিন৷ বাংলা - আমার ভাষা – আমার অহংকার – আমার গৌরব, মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা৷

আজ তাই উদাত্ত কণ্ঠে গাইতে ইচ্ছা করছে কবি অতুল প্রসাদ সেনের লেখা সেই গান:

‘‘মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা,
মাগো, তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা,
কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা.......
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগত জিনে,
তোমার চরণ তীর্থে মাগো, জগত করে যাওয়া আসা''৷

পশ্চিমবঙ্গে যে কোনো রাজনৈতিক দলের ডাকা সাধারণ ধর্মঘট তো একটা খুবই সাধারণ ঘটনা৷ ২০ এবং ২১শে ফেব্রুয়ারির ডাকা বনধ নিয়ে পশ্চিমবাংলায় যতই হইচই হউক না কেন, রাজধানী দিল্লিতে কোন রকমের প্রতিক্রিয়া নেই৷ পশ্চিমবাংলায় বনধ তো মামুলি ব্যাপার৷ এই ধরনের অগুরুত্বপূর্ণ বিষয় ওয়েবসাইটের চলতি ঘটনার পাতায় তুলে না ধরাটাই ভালো বলে মনে করি৷

ডয়চে ভেলের বাংলা বিভাগের সকলের জন্য এবং অগণিত শ্রোতা বন্ধুদের জন্য রইলো একুশে ফেব্রুয়ারি ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা৷ নতুন দিল্লি থেকে শ্রোতাবন্ধু সুভাষ চক্রবর্তী ই-মেল দুটো পাঠিয়েছেন৷

সকল শ্রোতা ও পাঠক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার৷

সম্পাদনা: সঞ্জীব বর্মন