ওডি কোলন বা কোলনের পানি | পাঠক ভাবনা | DW | 21.07.2009
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ওডি কোলন বা কোলনের পানি

জার্মান পারফিউম কোম্পানীর ৩০০ বছর শীর্ষক চমকপ্রদ পরিবেশনাটি খুব ভালো লেগেছে, ধন্যবাদ৷ আশরাফুল ইসলাম কিশোরগঞ্জ, বাংলাদেশ৷

প্রথমেই ডয়চে ভেলের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই এরকম একটি সুন্দর ওয়েব সাইট উপহার দেয়ার জন্য৷ এই ওয়েব সাইটে আমি নতুন৷ এরকম পরিশীলিত, পরিমার্জিত, সুপরিকল্পিত ও ব্যাপক ওয়েব সাইট আমি আগে দেখিনি৷ মাসুম ইবনুল হক খান , বাংলাদেশ৷

এ সপ্তাহের নন্দনে ৩০০ বছরের ঐতিহ্যবাহী পারফিউম অডি কোলনের ইতিহাস আমাদের কাছে চির স্বরণীয় হয়ে থাকবে৷ ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ রাজীব দত্ত, ইসলামপুর, মুর্শিদাবাদ, ভারত৷

এ সপ্তাহের নন্দন পর্বে ওডি কোলন বা কোলনের পানি নিয়ে পরিবেশনাটি অত্যন্ত ভালো লাগলো৷ শুনলাম এ পরিবেশনায় বাংলাদেশের কিউট কসমেটিকস ও পারফিউম কোম্পানীর উৎপাদন ও উন্নয়ণ পরিচালক কাজী মঈনুদ্দিন আহমেদের একটি চমৎকার সাক্ষাৎকার৷ সুন্দর পরিবেশনার জন্য ধন্যবাদ৷ তবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত শুনেও জানা গেলোনা বর্তমানে এই ওডি কোলন পারফিউমের দাম কত ইউরো ? মোঃ সাইফুল ইসলাম, বগুড়া, বাংলাদেশ৷

এসপ্তাহের জ্ঞান-বিজ্ঞান ফিচার অনুষ্ঠানে মানুষের চাঁদে পদার্পণের ৪০বছর, কার্বন-ডাই-অক্সাইড নির্গমন বৃদ্ধির ফলে সাগরের জলের অম্লতা ও উচ্চতা বৃদ্ধি এবং পরিনামে সামুদ্রিক উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তির আশংকা,বিমান ভ্রমণকারীদের রক্ত জমাট বেঁধে যাবার অধিক প্রবণতা, এই বিষয়গুলি থেকে নতুন নতুন তথ্য জেনে উপকৃত হলাম৷মানুষের প্রথম চাঁদে পা দেওয়া অবশ্যই বিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা এবং এক অভাবনীয় সাফল্য৷ আজ ৪০ বছর পর বিশ্ব এখন শক্তি উত্পাদন, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, খাদ্য ও

পেয় জলের সমস্যা সমাধানের মত আরও বড় ও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন৷ বিজ্ঞানীরা চন্দ্রভিযানে আগামীতে আরও সাফল্য পাবে এতে কোনো সন্দেহ নেই ঠিকই, সেই সাথে এই সুন্দর পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তোলার লক্ষ্যে বিজ্ঞানীদের বর্তমান সমস্যাগুলির সমাধানের প্রতি আরও বেশী দায়বদ্ধ ও সচেতন হতে

হবে৷ সফল হউক আগামী চন্দ্রাভিযান, সুন্দর পৃথিবী আরও সুন্দর হয়ে উঠুক,

আমরা সেই দিকেই তাকিয়ে রইলাম৷

সুভাষ চক্রবর্তী, শাস্ত্রী ভবন, নতুন দিল্লী, ভারত৷

ওয়েবসাইটটি ভাল লেগেছে৷ তবে বাংলা লেখার সাইজ একটু ছোট পড়তে সমস্যা হয়৷

ওয়াসি উদ্দিন, বাংলাদেশ৷