‘ওবামার বার্লিন সফর’ | পাঠক ভাবনা | DW | 20.06.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘ওবামার বার্লিন সফর’

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বার্লিন সফরের পরিপ্রেক্ষিতে ‘বিশ্ব’ পাতার প্রতিবেদন এবং ‘বার্লিন সফরে মার্কিন প্রেসিডেন্টরা’ শীর্ষক ছবিঘর ভালো লাগলো৷

দেবভূমি উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও ধসে, প্রকৃতির রুদ্র রোষে বিধ্বস্ত কেদারনাথ মন্দির, বহু মানুষের প্রাণহানি, বহু মানুষ নিখোঁজ, জনজীবন পুরোপুরি বিপর্যস্ত, অনেক এলাকা দেশের অন্য অংশের থেকে বিচ্ছিন্ন৷ কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমুনোত্রী – চারধাম বেড়াতে গিয়ে আটকে পড়ে আছে বহু পর্যটক৷ ভয়াবহ অলকানন্দার পাড়ে রুদ্রপ্রয়াগের পরিস্থিতির খবর নিয়ে বিস্তারিত রিপোর্ট কিন্তু এখনো ডয়চে ভেলের ওয়েবপেজে দেখতে পেলাম না৷

গ্লোবাল ওয়ার্মিং-এর কারণে সমুদ্রের জলস্তর বেড়ে যাবার ফলে বিলীন হয়ে যাবে ভারতীয় উপ-মহাদেশের বিস্তীর্ণ এলাকা৷ এই সম্পর্কিত সমীক্ষার রিপোর্ট নিয়ে প্রতিবেদন এবং বিশ্ব উষ্ণায়নের ফলে সাগরে জলের তাপমাত্রা বৃদ্ধির ফলে কুমেরুর আইস শেল্ফগুলি তলা থেকে গলে যাওয়া নিয়ে সায়েন্স জার্নালে প্রকাশিত সমীক্ষার রিপোর্ট খুবই তথ্যবহুল মনে হয়েছে৷ দুটিই সুন্দর প্রতিবেদন৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে লিখেছেন৷

আপনাদের ওয়েবসাইটটি খুব ভালো লাগছে, টাটকা খবর পাচ্ছি৷ জানিয়েছেন রানা চ্যাটার্জী৷

রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষ উদযাপনের পর আমরা আরেক মহাপুরুষের জন্মের সার্ধশত বর্ষ সাড়ম্বরে উদযাপন করছি, যিনি রবীন্দ্রনাথের আগে পশ্চিমা বিশ্বে ভারতবর্ষকে পরিচিত করিয়ে দিয়েছিলেন৷ ভারতবর্ষের তিনিই প্রথম বিশ্ব নাগরিক৷ ভারতের অন্যতম প্রধান আধ্যাত্নিক নেতা ও বেঙ্গল রেনেসাঁস-এর অন্যতম স্বামী বিবেকানন্দই প্রথম ভারতবর্ষের বাইরে পশ্চিমী দুনিয়ায় ভারতের সংস্কার সম্পর্কে আধুনিক যুক্তিশীল ব্যাখ্যা হাজির করেন৷ এছাড়াও আছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ, জনগণের কবি সুভাষ মুখোপ্যাধ্যায়৷ ভারতের আধুনিক শিল্পোদ্যোগের অন্যতম পথিকৃত জামশেদজি টাটা৷ বৈঠকি হাস্যরসের অনবদ্য রূপকার রাজলেখর বসু পশুরাম, ছড়ার রাজা অন্নদা শংকর রায় প্রমুখ মনীষীবৃন্দ৷ তাঁদের সকলকেই জানাই আমাদের সশ্রদ্ধ ভালোবাসা৷ হরিপুর, চাটমোহর, পাবনা থেকে একথা লিখেছেন ডা. এস এম এ হান্নান৷

- লেখার জন্য ধন্যবাদ সবাইকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন