‘ও্যজিলের বিদায় মেনে নিতে পারছি না' | পাঠক ভাবনা | DW | 24.07.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

মতামত

‘ও্যজিলের বিদায় মেনে নিতে পারছি না'

জার্মান ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে জাতীয় দল থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মেসুট ও্যজিল৷ তাঁর এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছেন ডয়চে ভেলে বাংলার পাঠকরা৷

একজন লিখেছেন, ‘‘ও্যজিল বর্ণবাদকে উসকে দেননি, ও্যজিলের বক্তব্য পড়েছি৷ যখন ও্যজিল জার্মানির জন্য গোল করে ম্যাচ জেতায় তখন সে জার্মান, আর গোল করতে না পারলে সে তুর্কি৷''

ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায় করা বেশিরভাগ মন্তব্যই ও্যজিলের পক্ষে৷

রহুল আমীন সজীব লিখেছেন, ‘‘বৈষম্যমূলক আচরণের মূল কারণ ও্যজিল একজন মুসলিম৷তাঁর মতো এমন জনপ্রিয় তারকারা যদি বৈরিতার শিকার হয়, তবে তা হবে জার্মান ফুটবলের তথা পুরো ফুটবল বিশ্বের জন্য অমানবিক কাজ, যা দাবানলের মতো ফুটবল বিশ্বকে পুড়িয়ে মারবে৷''

বাবুল করিমও মনে করেন, ও্যজিল মুসলিম হবার কারণেই বৈষম্যের শিকার হয়েছেন৷ পাঠক রুবেলও তাঁর সঙ্গে একমত পোষণ করেছেন৷

আরেক পাঠক আল হাসান সরকার লিখেছেন, ‘‘প্রিয় জার্মান ফুটবল দল থেকে ও্যজিলের বিদায় মেনে নিতে পারছি না৷ তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে শুধু ছবি তোলা দিয়ে ও্যজিলকে বিচার করা যাবে না৷ গত বিশ্বকাপে জার্মানির জয়লাভের পেছনে ও্যজিলের অনেক অবদান রয়েছে৷''

গোলাম কিবরিয়াও ও্যজিলের বিদায় মেনে নিতে পারছেনা৷

সালমান আহমেদ মনে করছেন, ও্যজিল মুসলিম হওয়ার কারণেই নাকি জার্মান ফুটবল ফেডারেশন তাঁকে অপমান করে বের করে দিয়েছে৷

‘অবসর নিয়ে বর্ণবাদের অভিযোগ উসকে দিলেন ও্যজিল'ডয়চে ভেলেতে প্রকাশিত এই শিরোনামের প্রতিবাদ করে মোস্তাকিন মুল লিখেছেন, ও্যজিল কোনো বর্ণবাদ উসকে দেননি, উনি বর্ণবাদী আচরণের প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন৷

মইনুল ইসলাম খুবই দুঃখ করে তাঁর মত প্রকাশ করেছেন এভাবে, ‘‘আমার হৃদয়ে জার্মানি সবসময় আলাদা একটা জায়গা করে থেকেছে৷ এবং সেটি ডয়চে ভেলে বাংলার সম্প্রচারের জন‍্যই৷ ২০০১ সাল থেকে আপনাদের রেডিও শ্রোতা হিসেবে জার্মান সমাজ ও জার্মান সংস্কৃতি সম্পর্কে এক প্রকার মোহ সৃষ্টি করতে আপনারা সার্থক হয়েছিলেন৷ জার্মানির প্রতি এক প্রকার অন্ধ ভালোবাসা তৈরি হয়েছিল৷ কিন্তু জার্মানরা যে ভেতরে ভেতরে আরো অনেক বেশি অসহিষ্ণু আরও বেশি বর্ণবাদী আরও বেশি কট্টরপন্থি সেটা আজ অনুধাবন করতে পারলাম৷''

হানিফ মোহাম্মদ আকন্দের ধারণা, জার্মানরা শুধু খাঁটি জার্মানদের পছন্দ করেন৷

ও্যজিলের অপরাধ তুর্কি প্রেসিডেন্ট এর সাথে সাক্ষাৎ করা৷ তারপর আবার বিশ্বকাপে জার্মানি ভালো করেনি৷ সব মিলিয়ে ও্যজিলকে দোষ দিয়েছে জার্মানরা৷ এমনটাই মনে করেন পাঠক কামাল হোসেন৷

হোসেন আহমেদ ও্যজিলকে সালাম জানিয়েছেন ‘‘স্যালুট ও্যজিল'' বলে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন