কুইজে এবারের বিজয়ী বন্ধু... | পাঠক ভাবনা | DW | 23.01.2023
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

অন্বেষণ কুইজ বিজয়ী

কুইজে এবারের বিজয়ী বন্ধু...

‘ক্যানাবিনয়েড' গোত্রের পদার্থের মধ্যে কোন দুইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিলো গত অন্বেষণ কুইজে৷ সঠিক উত্তরঃ‘ক্যানাবিনয়েড' গোত্রের পদার্থের মধ্যে টিএইচসি ও সিবিডি সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷

Symbolbild Blumenstrauß Blumen Valentinstag

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, হাফিজুর রহমান, গ্রাম+পোষ্ট চুপী, থানা পূর্বাস্থালী, জেলা পূর্ব বর্ধমান-৭১৩৫১৩, পশ্চিম বঙ্গ, ভারত৷

প্রিয় হাফিজুর রহমান, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে  অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি বিশেষ অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন, তা না হলে পুরস্কার পাঠানো সম্ভব নয়৷

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

নির্বাচিত প্রতিবেদন