কেমন আছেন মিশায়েল শুমাখার? | পাঠক ভাবনা | DW | 07.01.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

কেমন আছেন মিশায়েল শুমাখার?

মিশায়েল শুমাখারের বর্তমান অবস্থা সম্পর্কে সর্বশেষ তথ্য পাচ্ছি না৷ এদিকে এরই মধ্যে ডিডাব্লিউ-র ওয়েবসাইটে আরো একটি উদ্বেগজনক খবর পেলাম – ‘স্কি করতে গিয়ে আহত ম্যার্কেল’৷ এ সম্পর্কেও বিস্তারিত তথ্য চাই...

এভাবেই লিখেছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি, ভারত থেকে৷ তিনি আরো লিখেছেন, ইউরোজোনের ১৮তম সদস্য হিসেবে লাটভিয়াকে অন্তর্ভুক্ত করে ইউরোজোনের বিস্তৃতির খবরটি জানলাম আপনাদের ওয়েবপেজের একটি প্রতিবেদন থেকে৷

এছাড়া, ‘২০১৪ সালে ইউরোপীয় ইউনিয়নের চ্যালেঞ্জ' শীর্ষক ছবিঘরটি থেকে বিস্তারিত জেনে ভালো লাগলো৷ আগামী মে মাসে ইউরোপীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের ক্ষেত্রে ইইউ-র সদস্য রাষ্ট্রগুলি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেই মনে করি৷ আর কামনা করি যে, শুমাখার দ্রুত আরোগ্য লাভ করুন৷

- বন্ধু সুভাষ চক্রবর্তী, আমরা নিশ্চিত যে আপনি এর মধ্যেই জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের পিঠে চোট পাওয়ার খবরের বিস্তারিত প্রতিবেদনটি পড়েছেন৷ না পড়ে থাকলে তার জন্য লিংক: http://dw.de/p/1Alnb

- এছাড়া বুধবার, মানে আগামীকালই থাকছে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি মিশায়েল শুমাখারের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে একটি রিপোর্ট৷

- অন্য বন্ধুদের বলছি, আপনারাও লিখুন৷ জানান আপনাদের মতামত৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন