খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পাঠকদের ভাবনা  | পাঠক ভাবনা | DW | 12.06.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে পাঠকদের ভাবনা 

খালেদা জিয়ার চিকিৎসকরা তাঁকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা করাতে চান৷ তবে কারা কর্তৃপক্ষ কারাগারে রেখেই তাঁর চিকিৎসা করাতে আগ্রহী৷ অনেক পাঠক মনে করেন,খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার তেমন আন্তরিক নয়৷ ভিন্ন মতও রয়েছে৷

‘সরকার আন্তরিক নয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে' এই মন্তব্য পাঠক মাহমুদ কায়সারের৷  আর ইউসুফুন নবী বাবুর ভাষায় সরকার আন্তরিক থাকলে অনেক আগেই চিকিৎসা করাতো৷

সাইফুল ইসলাম কারাবন্দিবেগম খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে ডয়চে ভেলের ফেসবুক পাতায় লিখেছেন, ‘‘সরকার কতটুকু আন্তরিক, খালেদা জিয়ার বর্তমান অবস্থা দেখেই বোঝা যায়৷''

পাঠক আশিক মাহমুদ হতাশ হয়ে শুধু লিখেছেন, ‘জানিনা৷'

‘আন্তরিকতায় ঘাটতি থাকতে পারে'-এই মন্তব্য পাঠক মুজিবর রহমানের৷

আবদুল্লাহ মুজাহিদ, আবদুর রাকিব, আহনাফ রাজু মোহাম্মদ আসাদুজ্জামান, আবদুর রাজ্জাক , পলাশ শেখের মতো অনেকেই মনে করেন কারাবন্দি খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সরকার মোটেই আন্তরিক নয়৷

ভিন্নমত পাঠক মোহাম্মদ বিলালের৷ তিনি মনে করেন, শুধু খালেদা জিয়া নন, লাখ লাখ কারাবন্দিইনাকি কারাগারে অনেক কষ্টে আছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

 

নির্বাচিত প্রতিবেদন