খেলার ছন্দ আনন্দ থেমে নেই শুধু জার্মানিতে | পাঠক ভাবনা | DW | 01.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

খেলার ছন্দ আনন্দ থেমে নেই শুধু জার্মানিতে

আমি খুব অল্পদিনেই ডয়চে ভেলের ভক্ত হয়ে গেছি৷ গত ২৮ জুন রাতের অনুষ্ঠানে গ্রিসে অর্থনৈতিক যুদ্ধের খবর, আফগানিস্তানের হোটেলে তালেবানদের হামলা ও বাংলাদেশে

সংবিধান সংশোধন ইত্যাদি খবর দিয়ে সাজানো বিশ্বসংবাদের তারিফ না করে পারলাম না৷

পশ্চিমের জানালা পর্বে জার্মান প্রমীলা ফুটবলার লিরা সম্পর্কে অনেক আলোচনা শুনলাম সত্যি খুব ভাল লাগলো৷ জামানিতে চলছে প্রমীলা ফুটবলের সবচেয়ে বড় আসর ‘প্রমীলা ফুটবল বিশ্বকাপ' কিন্তু এ খেলার ছন্দ আনন্দ থেমে নেই শুধু জার্মানিতে৷ ছড়িয়ে গেছে সারা পৃথিবীতে বিশেষ করে মেয়েদের মনের আনাচে কানাচে৷এভাবেই মতামত জানিয়েছেন আমাদের নতুন বন্ধু সানজিদা খালিদ, ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া থেকে৷

সমাজ জীবন পাতায় ‘দুই বীরাঙ্গনার দুঃখের কাহিনি' শীর্ষক প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যেসব নারীদের ধর্ষণসহ নানা প্রতিকুলতার মধ্যে পরতে হয়েছে তাদের জন্য শুধু রাষ্ট্রীয় বীরাঙ্গনা খেতাবটি যথেষ্ট নয়৷ বাংলাদেশের সরকারের উচিৎ তাঁদের জন্য ভাতার ব্যবস্থা করা৷ যাতে স্বাধীন দেশের নাগরিক হিসেবে তাঁরা অন্তত ভাত কাপড়ের নিরাপত্তা পেতে পারে৷ সামাজিক সংগঠনগুলোও এ ব্যাপারে তাঁদের বিভিন্ন সহায়তায় এগিয়ে আসতে পারে৷ ডয়চে ভেলের ফ্যানক্লাবগুলো কি এব্যাপারে এগিয়ে আসতে পারেনা? সমাজের এক বাস্তব চিত্র তুলে ধরার জন্য ডয়চে ভেলেকে অনেক অনেক ধন্যবাদ৷ বিধান সান্যাল, মস্কো রেডিও লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর, ভারত৷

ডয়চে ভেলের অনুষ্ঠান খুব ভাল লাগছে৷ আশাকরি আরো ভাল অনুষ্ঠান আমাদের উপহার দেবেন আগামীতে৷ আনসারুল ইসলাম, পবা, রাজশাহী৷

ডয়চে ভেলে পরিবারের সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷ আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷কিন্তু মিডিয়াম ওয়েভে এখন স্পষ্ট শুনতে পাচ্ছিনা৷ নাসরীন বেগম, গঙ্গাপুর, ভবতা, মুর্শিদাবাদ৷

আমার নাম আবুল কালাম মন্ডল, ভারত থেকে লিখছি৷ আমি আপনাদের ওয়েবসাইটে ভারতের শিশুশ্রম, বস্তি এলাকার খবর এবং দুর্নীতি সম্পর্কে আরো বেশি তথ্য দেখতে চাই, জানতে চাই৷

আমি ডয়চে ভেলের সকালের অনুষ্ঠান শুনতে পাইনা তবে প্রতিদিন রাতের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভে শুনি, খুব ভালো লাগে৷ সুদিন ভট্টাচার্য্য, খলিষ খালী, সাতক্ষীরা, বাংলাদেশ৷

আপনাদের অনুষ্ঠান এখন খুব স্পষ্ট শুনতে পাচ্ছি৷ মো.নবাস, ভাটোপাড়া, গোদাগাড়ি, রাজশাহী, বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক