গুগল সম্পর্কে কি দারুণ খবর ! | পাঠক ভাবনা | DW | 27.06.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

গুগল সম্পর্কে কি দারুণ খবর !

বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরীর সাক্ষাৎকার শুনলাম ইনবক্স-এ৷ ভালো লাগলো এফএম সম্প্রচারের শ্রবণমান সম্পর্কে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা৷

রিলে স্টেশনগুলি আরো শক্তিশালী হবে জেনে খুশি হলাম৷ চৈতালী ও ডা.সিদ্ধার্থ সরকার৷

ইনবক্স-এ বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামীম চৌধুরীর সাক্ষাৎকার থেকে নানা তথ্য জেনে ভালো লাগলো এবং শ্রবণমান সম্পর্কে আমরাও তাঁর সাথে একমত৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত সব তথ্য আমাদের কাজে লাগে৷ গতকাল প্রচারিত মোনালিসায় মহিলা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার খবরাখবর আমাদের ভালো লেগেছে৷ তাছাড়া প্রতিদিন এসম্পর্কে বিভিন্ন তথ্য ডয়চে ভেলে আমাদের জানাচ্ছে সেজন্য ধন্যবাদ৷ পিয়ালী মুখার্জী, চৈতক লিসনার্স ক্লাব, বেলদা, মেদিনীপুর, ভারত৷

গত শনিবার মিডিয়াম ওয়েভে অনুষ্ঠান খুব ভালো শুনতে পেলাম, ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ অজয় সরকার, রেডিও শ্রোতাসংঘ, বর্ধমান৷

গুগল থেকে বাংলা ভাষাতে সমস্ত কিছু লিখতে পারবো – এ বিষয়টি ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে জানলাম৷ কি দারুণ খবর দিলেন আপনারা৷ ২১ জুন থেকে গুগল বাংলা চালু করছে৷ গুগল সম্পর্কে খবরটি রেডিওতে প্রচার করলে শ্রোতারা জানতে পারতো৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, মুর্শিদাবাদ৷

আইন আছে, আছে নিষেধাজ্ঞাও৷ কিন্তু তার জন্য নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহারে কোন ব্যাঘাত ঘটছে না৷ সরকার পলিথিন নিষিদ্ধ করার পর কাপড়ের চট ও পুরু কাগজের ব্যাগ তৈরি ও ব্যবহারের যে প্রক্রিয়া শুরু করেছিল তা এখন অনেকটা থমকে গেছে৷ নানা কৌশলে পলিথিনে ছেয়ে গেছে বাজার৷ আমাদের দেশের ভ্রাম্যমাণ আদালত সামান্য পলিথিন উদ্ধার করলেও বাস্তবে তার প্রভাব খুব একটা পড়ছে না৷

সরকার দূষণমুক্ত পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে সারাদেশে পলিথিন শপিং ব্যাগ ব্যবহার ও বাজার জাতকরনের উপর বিধি নিষেধ জারি করে৷ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ২০০২ সালের ১লা মার্চ থেকে সারাদেশে পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণ সম্পূর্ণ নিষেধ করা হয়৷ যদি কেউ আইন ভঙ্গ করে, তবে তাকে অর্থ দণ্ডসহ সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা করা হয়েছে৷ কিন্তু দুঃখের বিষয়, এই আইন কার্যকর হওয়ার পর প্রায় দুই বছর পলিথিন ব্যবহার ও বাজার জাতকরণ সম্পূর্ণ বন্ধ ছিল কিন্তু এখন তা আবার পূর্বাবস্থায় রূপ নিয়েছে৷

তাই পলিথিন ব্যাগের ব্যবহার ও উৎপাদন বন্ধে সরকারী আইনের যথাযথ প্রয়োগ করে অতি জরুরিভাবে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে৷ নতুবা আজকে আমাদের পরিবেশের ভারসাম্য যতটুকু আছে তাও একদিন নষ্ট হবে তাতে কোন সন্দেহ নেই৷ মো. এরশাদ আলী, পদার্থ বিদ্যা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ৷

সুপ্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আমরা সবাই মোটামুটি ভালই আছি৷ তবে বেশ কিছুদিন অসুস্থতার কারণে বিছানাগত ছিলাম, সেই সাথে ইন্টারনেট সংযোগটি একটু সমস্যা দেখা দেওয়ার কারণে কিছুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল৷ এইজন্য প্রথমেই আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি৷ আশাকরি সবাই নিয়মিত যোগাযোগ রেখে চলেছে৷ আমিও আশা করছি এখন থেকে আবার নিয়মিতভাবে লিখতে পারব৷ মো.ওবায়দুল্লাহ পিন্টু, রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

জার্মানির উন্নয়ন সাহায্য মন্ত্রী ডির্ক নিবেল-এর বাংলাদেশ সফরের উপর প্রতিবেদনটি পড়লাম৷ দেখলাম ডির্ক দেশে তেমন সম্মান না পেলেও বাংলাদেশের স্থানীয় গণমাধ্যম তাঁকে যথেষ্ট সম্মান দেখিয়েছে৷ আমি মনে করি বাঙালিরা সবসময়ই অতিথি পরায়ণ৷ যা হোক পরমাণু জ্বালানী সম্পর্কে ডির্কের বক্তব্য আমার ভাল লেগেছে, কারণ বাংলাদেশে যে কোন সময় ভূমিকম্প হতে পারে সে ক্ষেত্রে বাংলাদেশের পরিস্থিতি জাপানের মত হতে পারে৷ এমনটি আমাদের কাম্য নয় ৷

তবে এই প্রতিবেদনের সাথে দেখলাম রাষ্ট্র ধর্ম ইসলাম হলেও সেখানে বোরখা পরা নারীর সংখ্যা কম এই প্রতিবেদনটি আমার ভাল লাগেনি৷ কারণ এদেশে অনেক অমুসলিম নারী তাদেরকে ইজ্জত ও মান সম্মান হেফাযতের জন্য বোরখা পরে৷ যেখানে বোরখা নেই সেখানে ইভটিজিং এর সংখ্যাও বেশি৷ তাই বোরখাকে শুধু ইসলাম ধর্মের অংশ বলা যায়না, অন্য সব পোশাকের মত বোরখাও সবাই পরে,এক্ষেত্রে বোরখাকে ইসলামী লেবাস ভাবাও ঠিক না৷ এম এ রশিদ চৌধুরী, ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাব চৌধুরী পাড়া আজমপুর কুষ্টিয়া বাংলাদেশ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন