ঘনবসতি ও যানজটপূর্ণ নগরী ঢাকা | পাঠক ভাবনা | DW | 25.03.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ঘনবসতি ও যানজটপূর্ণ নগরী ঢাকা

গতকাল চলতি ঘটনার পাতায় ‘আজিমপুর থেকে গাবতলী যেতে লাগবে ১১ মিনিট’ শিরোনামে প্রতিবেদনটি পড়লাম৷ এতে লিবিয়ার পরিস্থিতি,

বিশ্বকাপ ক্রিকেটের খবর এবং বর্তমান সময়ের ঢাকার জন্য সবচেয়ে ভাল সংবাদ যানজট কমাতে নতুন পরিকল্পনা প্রতিটি বিষয়ই মনোযোগসহ পড়লাম৷ বাংলাদেশের সবচেয়ে ঘনবসতি ও যানজটপূর্ণ নগরী ঢাকাতে দ্রুত যানজট মুক্ত করতে নতুন পরিকল্পনা গ্রহণের কথা জেনে ভাল লাগল৷ তবে এখন দেখার বিষয়, সরকার কত দ্রুত এই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে পারে৷ লিবিয়া পরিস্থিতির নানা দিক জানতে পারলাম৷ আমাদেরকে সকলের আগে সবচেয়ে দ্রুত এবং নির্ভুল তথ্য প্রদান করার জন্য আমরা ডয়চে ভেলের কাছে কৃতজ্ঞ৷ প্রায় একমাস হতে চলেছে লিবিয়ায় সহিংসতা শুরুর৷ অথচ এখন পর্যন্তও লিবিয়াতে অবস্থানরত সমস্ত বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব হয় নি, তা আমার মাথায় ঢুকছে না৷ তাহলে কি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় ঠিকমত কাজ করছে না? এমত অবস্থায় যত দ্রুত সম্ভব সমস্ত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার আরো দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আমরা বিশ্বাস করি৷ মোঃ ওবায়দুল্লাহ পিন্টু রেইনবো শ্রোতা সংঘ, আমলা, মিরপুর, কুষ্টিয়া৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত বিশ্বসংবাদ আমার খুব ভালো লাগে৷ আমার sms কোনদিন পড়া হয়না৷ শাকিল, রংপুর৷

গতকাল এফএম ব্যান্ডের অনুষ্ঠান শুনে মতামত জানিয়েছিলাম এবং ‘মতামত’-এ তার উত্তর দিয়েছেন৷ কিন্তু আজ অনুষ্ঠান শুনতে না পেয়ে হতাশ হলাম৷ আপনাদের পাঠানো গ্রুনডিগ রেডিও দারুণ চলছে, দারুণ সাহায্য করছে৷ কিন্তু ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান কি আর রেডিওতে ভালোভাবে শুনতে পাবোনা? ডয়চে ভেলের ওয়েবসাইট দুর্দান্ত !সবার সেরা কিন্তু রেডিও টানে বেশি৷ পরিতোষ চট্টোপাধ্যায়, জঙ্গীপুর, রঘুনাথপুর, মুর্শিদাবাদ৷

ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ ভারত world cup cricket quarter final এ অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারানো সত্ত্বেও ডয়চে ভেলের ওয়েবসাইটে কোনো খবর না থাকায় সত্যিই খুব দুঃখ পেলাম৷ তাহলে কি আপনারাও শুধু বাংলাদেশ নিয়েই খবর করবেন এবার থেকে? তাহলে কিন্তু ডয়চে ভেলে থেকেও বিদায় নেব এবার, যেমন নিয়েছি BBC এবং VOA থেকে৷ ধন্যবাদান্তে, দীপক কুমার মিত্র, রঙ্গিত জল বিদ্যুত কেন্দ্র, রঙ্গিত নগর সিকিম৷

আজ থেকে আপনাদের পাঠানো ‘এক ঝলকে’ পাচ্ছি, সেজন্য আপনাদের অনেক ধন্যবাদ৷ ডয়চে ভেলের একটা ছবি পাঠালে বিশেষ খুশি হবো, কারণ স্কুলের বন্ধুরা দেখতে চেয়েছে৷ মধুমিতা ব্যানার্জী, টেঙ্গাবেরিয়া, ঝাউগ্রাম, বর্ধমান৷

দয়া করে অনুষ্ঠান প্রচার তরঙ্গ এবং প্রচার সময় জানাবেন কি? এসএমএস-এ নাম ঠিকানা কিছুই লেখা নেই৷

ডয়চে ভেলে পরিবারকে আমি যতখানি ভালোবেসেছিলাম তার সবকিছু আজ অনেক দূরে৷ অবস্থা এতোই প্রতিকূল যে অনুষ্ঠান শোনা প্রায় বন্ধ হয়ে গেছে৷ ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা৷

প্রায় প্রতিদিনই ইভটিজিং-এর জন্য নারীর প্রাণ যাচ্ছে বাংলাদেশে আর বখাটেদের দৌরাত্ম্য দিনদিন বেড়েই চলেছে৷ আফগানিস্তানে নারী অধিকার লুণ্ঠিত, ইরানে নারী জীবনের কাহিনী সকরুণ৷ ইউরোপের দেশগুলোতে চিত্রটা হয়তো অন্যরকম তবু সেখানেও নারীরা বৈষম্যের শিকার৷ আসলে পৃথিবীর নানা প্রান্তে উগ্রবাদী ধর্মচিন্তা মৌলবাদ বা কুসংস্কারের শিকার হচ্ছে নারীরা৷ আর ঠিক এই সময়ে প্রিয় ডয়চে ভেলে নারী বিষয়ক প্রাসঙ্গিক দিকগুলোকে প্রকাশ্যে তুলে ধরছে৷ সমাজে নারীর অবস্থান, নারীর সঙ্কট তাঁদের নিত্যদিনের সংগ্রাম, তাঁদের জীবন সাফল্যের কথা বাংলা অনুষ্ঠানে নিয়মিতভাবে তুলে ধরা হচ্ছে৷ নারীর নীরবতার মিথ ভেঙে উচ্চারিত হওয়ার সাহস যোগাচ্ছে৷ সত্যি কথা বলতে কি, আমরা ডয়চে ভেলে মহিলা শ্রোতাসংঘের সসদ্যরা ডয়চে ভেলেকে দেখছি নারী অধিকার রক্ষায় নিবেদিত এক জোরালো কণ্ঠস্বর হিসেবে৷ চৈতালী সরকার, ডয়চে ভেলে মহিলা শ্রোতাসংঘ, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

আমরা যত ডয়চে ভেলে শুনি তত ডয়চে ভেলের প্রতি আকৃষ্ট হই৷ আমার নিজের ইন্টারনেট সুবিধা না থাকায় মাঝে মাঝে আপনাদের ওয়েবসাইট ভিজিট করি, ভালো লাগে৷ আমার জন্য কিছু উপহারসামগ্রী পাঠাবেন৷ মোঃ কামাল হোসেন, টেনস্টার ছাত্রাবাস, দক্ষিণ কলেজ, ফরিদপুর৷

বাংলাদেশের সমসাময়িক বিষয়গুলোর উপর গুরুত্বসহকারে সংবাদ এবং প্রতিবেদন প্রচার করার জন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ প্রফেসর মো:মোস্তাফিজুর রহমান, পূর্ব গোয়ালু, রংপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন