‘চিঠির মূল্য পঞ্চাশ হাজার ডলার’ | পাঠক ভাবনা | DW | 14.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘চিঠির মূল্য পঞ্চাশ হাজার ডলার’

ডয়চে ভেলের সাবেক সহকর্মী এবং আমাদের অতি প্রিয় মানুষ সাগর সরওয়ার এবং তাঁর স্ত্রী মেহেরুন রুনি হত্যার ১ মাস অতিবাহিত হতে চলল, কিন্তু তাঁদের হত্যাকারীদের আজও গ্রেফতার বা সনাক্ত করতে পারেনি পুলিশ প্রশাসন৷

আমরা সাগর-রুনি দম্পতির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি৷ এছাড়া, গত ৮ই মার্চের আসরে শুনলাম আই প্যাড-এর নবীনতম সংস্করণ আসছে বাজারে৷ এইদিন আরো শুনলাম সবুজ পৃথিবী৷ এতে এক বছর পর সুনামির ভয়াবহ চিত্র যেন আজও চোখে পড়ে৷ আরো শুনলাম শ্রোতাদের মতামত, ভালো লাগলো৷

আর গত ৯ই মার্চের পশ্চিমের জানালা আসরে শুনলাম জার্মানির পর্যটন শিল্প সম্বন্ধে৷ জানলাম জার্মানদের মতো এতো বেড়াতে আর কেউ মনে হয় ভালোবাসে না৷ জার্মানরা প্রচুর ভ্রমণ করে থাকেন নানা দেশে৷

শুনেছি গতকালের ইনবক্সও৷ দেখা যাক আগামী ইনবক্সে বিশেষ ধাঁধার ফলাফলে এই হতভাগার নাম থাকে কিনা! আজ এ পর্যন্তই৷ ভালো থাকবেন সবাই৷ মো. সাইফুল ইসলাম, ইয়ূথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া৷

বিজ্ঞান ডটকম পর্ব থেকে মারজান আহমেদের সাক্ষাৎকার থেকে অনেক কথা জানলাম, ধন্যবাদ৷ নন্দনে প্রচারিত গ্লোবাল মিউজিক অ্যাকাডেমির ওয়ার্কশপের বিষয়টি বেশ উপভোগ করলাম৷ বিধান সান্যাল, ঢাকা কলোনী, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷

আজ সকালের অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা রাশিদা আমিনের কথা ও তাঁর দলবলের কথা জেনে খুব ভালো লাগলো৷ মুক্তিযুদ্ধকালীন তাঁদের কৃতিত্ত্বের কথা আমাদের অজানাই ছিলো৷ ডয়চে ভেলে তেমন সকলের কথা আমাদের জানিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে৷ বিধান চন্দ্র টিকাদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলির পাড়, গোপালগঞ্জ৷

সকালের অনুষ্ঠানে টাইটানিক জাহাজের শেষ চিঠি আর বাংলাদেশের পর্যটন বিষয়ক প্রতিবেদনটি ভালো লেগেছে৷ ইসরাইল ইরানের উপর চাপ সৃষ্টি করছে এই প্রতিবেদনটি শুনে আমার মনে হয়েছে, ইসরাইল ইরানের কিছুই করতে পারবে না৷ ধুমপান মুক্ত দিবসে ‘আমি ধুমপান ছাড়বো না' এই শিরোনামের গানটি বাজেনো কি ঠিক হয়েছে?

রাশিদা আমিনের সাক্ষাৎকারটি রাতে এবং সকালে দু'বার শুনলাম৷ শরীয়তপুরের মুক্তিযোদ্ধা রাশিদার সাক্ষাতকারের মাধ্যমে জানতে পারলাম জীবন বাজি রেখে কিভাবে তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন৷ ডয়চে ভেলে আমাদের নতুন প্রজন্মের কাছে যে ভাবে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরছেন, সত্যি তা প্রশংসা পাওয়ার দাবিদার৷ আমরা ডয়চে ভেলের কাছ থেকে স্বাধীনতা সম্পকে জেনে দেশপ্রেমে উদ্ভুদ্ধ হচ্ছি৷

বিশুদ্ধ পানি নিয়ে ছবিঘরটি অসম্ভব ভালো লেগেছে৷ বিজ্ঞান প্রযুক্তিতে সেবিট মেলার বিশেষ আর্কষণ মটর গাড়ির সাথে ইন্টারনেটের সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদনটি ভালো লেগেছে৷ প্রতিবেদনটি পড়ার সময় ইচ্ছে করছিল সেবিট মেলায় চলে যাই৷

সংস্কৃতি-বিনোদন শিরোনামে বার্লিনের বিশ্ব সংগীতের ওয়ার্কশপটি সম্পর্কে অনেক কিছু জানলাম৷ এই সংগীত ওয়ার্কশপ নিয়ে একটি ছবিঘর করলে ভালো হতো৷

মুন্সিগঞ্জের লঞ্চ ডুবির ঘটনায় মৃতের সংখ্যা বাড়ছে - এই সংবাদটি ছিলো খুবই হৃদয় বিদারক৷ নিহতদের আত্মার শান্তি কামনা করছি৷ আওয়ামী লীগের মহাসমাবেশের খবরটি খুব দুঃখজনক৷ খেলাধুলা শিরোনামে ব্রাজিলের ফুটবল দলের আহবায়ক কমিটির পদত্যাগের সংবাদটিও মনযোগ দিয়ে শুনলাম৷ খুব কষ্ট পেলাম গতকাল আমার মতামত না ছাপানোর কারণে৷ মো.রাসেল সিকদার, সভাপতি জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ