‘চোখের পানি ধরে রাখতে পারিনি’ | পাঠক ভাবনা | DW | 21.05.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘চোখের পানি ধরে রাখতে পারিনি’

সাগরের ডয়চে ভেলে থেকে ফিরে যাবার একবছর পুর্তিতে তাঁর বিদায়ী সাক্ষাৎকারটি শুনে চোখে অশ্রু এলো৷ হায় আমাদের বাংলাদেশ! লিখেছেন আফজাল আলী খান, ফরিদপুর থেকে৷

সাগর সরওয়ারকে নিয়ে প্রচারিত ইনবক্সটি মনকে নাড়া দিয়েছে৷ আল্লাহর বিচার কিন্তু হবেই৷ শেখ মন্জু-ই-মওলা মানিক, ১৫১/১২ মুজগুন্নী, খুলনা থেকে এসএমএস-এ জানিয়েছেন৷

রবিবারের সকালের ইনবক্স -এ সাগর সরওয়ারের সাক্ষাৎকার শুনে চোখের পানি ধরে রাখতে পারিনি৷ আল্লাহ সাগর-রুনীকে জান্নাতবাসী করুন৷ জানিয়েছেন আতিদ আহমেদ, নাচোল, চাপাইনবাবগঞ্জ থেকে৷

সাংবাদিক সাগর সরওয়ারের সাক্ষাৎকার-এ তার কণ্ঠ শুনে মনে হলো তিনি আজও আমাদের ছেড়ে যাননি৷ মনে হয় সে আজও তার ছেলেকে সাইকেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে৷ এতোদিন হয়ে গেল মিললো না সহধর্মিণী রুনী ও তার হত্যাকারীদের বিচার৷ সরকারের কাছে আমাদের অনুরোধ, এভাবে নির্বিকার হয়ে সময় নষ্ট না করে বাইরে থেকে তদন্তকারী দল এনে সুষ্ঠু তদন্ত করে হত্যাকারীকে বিচার করা হোক৷ শুভেচ্ছান্তে, মো.রাসেল সিকদার, জ্ঞান বিকাশ কেন্দ্র রেডিও ক্লাব, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর৷

রেডিওর দিন কোথায় হারিয়ে গেছে৷ বাংলা বিভাগের যাদের কণ্ঠ এতো চেনা তাদের কণ্ঠ শোনার একমাত্র উপায় পডকাস্ট-এ৷ ভাবতে অবাক লাগে বিজ্ঞান কতদূর এগিয়ে গেছে৷ প্রতিদিনের অনুষ্ঠান যখন খুশি শুনতে পাচ্ছি পডকাস্ট থেকে৷ শোনাতে পারছি ক্লাবের সদস্যদেরও৷ এতে তারা সবাই খুশি৷

যেমন আজ রবিবারের ইনবক্স-এর সবটা জুড়েই ছিলো সাগর সরওয়ার৷ যদি জানতাম সাগর সরওয়ারের ভাগ্য নেমে আসবে এমন অন্ধকার তাহলে তো তাঁকে দেশে ফিরতেই দিতামনা৷ পরিবেশনাটা আমার সাথে যারা শুনেছে সবাই অশ্রুভারাক্রান্ত৷ এই পরিবেশনাটি আমাদের চির স্মরণীয় হয়ে থাকবে৷ সাগর রুনীর হত্যাকারীদের চরম দৃষ্টান্তমূলক শাস্তি চাই তবেই ওদের আত্মা চির শান্তি পাবে৷ সুনীল বরণ দাস, আর বি আই লিসনার্স ক্লাব, রাঘবপুর, রাঘবপুর কলোনী, পানপাড়া, নদীয়া থেকে লিখেছেন৷

ইনবক্স-এ সাগর সরওয়ারের সাক্ষাৎকারটি নিঃসন্দেহে আমাদের খুব ভালো লেগেছে তবে চিঠিপত্রের উত্তর ছিলোনা৷ আলাদা কোন পর্বে এই স্মৃতি তুলে ধরা যেতো৷ মাইকেল হালদার, ভয়েস অফ জার্মানি লিসনার্স ক্লাব, জলিরপাড়, গোপালগঞ্জ৷

ওয়েবসাইটের ‘পাঠক ভাবনায়' আমার নাম দেখে খুশি হলাম৷ আপনাদের জন্য আমার হৃদয় নিংড়ানো ভালবাসা রইলো৷ শুভকামনায়, ডাক্তার এসএমএ হান্নান, পাছওয়াইল রেডিও লিসনার্স ক্লাব, হরিপুর, পাবনা৷

প্রথম বাংলাদেশি নারী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করলেন বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সদস্য নিশাত মজুমদার৷ যিনি বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় এভারেস্ট চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়াতে পেরেছেন৷ এই শুভ সংবাদে আমরা অনেক অনেক খুশি এবং গর্বিত৷ একই সঙ্গে আরেক এভারেস্ট জয়ী এম এ মুহিত, যিনি এর আগেও একবার এভারেস্ট জয় করেছিলেন তাতেও আমরা গর্বিত হয়েছি। তাদের এই সাফল্যে আমরা আমাদের সাউথ এশিয়া রেডিও ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি নিশাত এবং মুহিতসহ তাদের গর্বিত পরিবারকেও৷ দিদারুল ইকবাল, তাছলিমা আক্তার লিমা, সাউথ এশিয়া রেডিও ক্লাব, মিরপুর, ঢাকা থেকে লিখেছেন৷

কিছুক্ষণ আগেই আপনাদের ওয়েবসাইট ভিজিট করলাম এবং ইন্টারনেটে অনুষ্ঠান শুনলাম৷ শ্রবণমান ছিলো অত্যন্ত ভালো৷ আপনাদের পরিবেশনার স্টাইলটি আমার কাছে খুবই ভালো লাগে৷ ডয়চে ভেলের অনুষ্ঠান এবং ওয়েবসাইট থেকে সারা বিশ্ব ও জার্মানি সম্পর্কে অনেক অনেক তথ্য জানতে পারি যার জন্য আমার কাছে ডয়চে ভেলেকে খুবই ভালো লাগে৷ দেওয়ান রফিকুল ইসলাম রানা, পাটালীর মোর, নওগাঁ থেকে জানিয়েছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন