‘জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে’ | পাঠক ভাবনা | DW | 23.05.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় সবাইকে এগিয়ে আসতে হবে’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ‘ইনডিজেনাস নলেজ’ সম্পর্কে প্রতিবেদনটি পড়ে খুব ভালো লাগলো৷ এ ধরণের প্রতিবেদন জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলায় অনেকেই অনুপ্রাণিত করবে৷ বড়কথা সবাই অন্তত সচেতন হতে পারবে, এটাই বা কম কি?

উপরের মন্তব্যটি করেছেন বন্ধু বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে৷

বীর মুক্তিযোদ্ধা ডা. লুত্ফুননেসার সাক্ষাৎকার ভাল লেগেছে৷ ডয়চে ভেলেকে অনেক ধন্যবাদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত এমন মহীয়সী নারীদের সাক্ষাৎকার প্রচার করার জন্য৷ বিশ্বজিৎ কুমার মৃধা, খুলনা থেকে জানিয়েছেন৷

রেডিওতে অনুষ্ঠান শোনা থেকে বঞ্চিত,তবে বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠান শুনছি৷ সেই সাথে ওয়েবসাইট ভিজিট করছি৷ খুবই ভালো লাগছে, মনে আবার আনন্দ পাচ্ছি৷ ইমেল করার সুবিধা থাকা সত্ত্বেও ডাকে ধাঁধার উত্তর পাঠাচ্ছি৷ আশাকরি গ্রহণ করে নেবেন৷ ডাক্তার রফিকুল আজিজ, বিলচালন রেডিও ক্লাব, লাঙ্গল মোরা, পাবনা থেকে লিখেছেন৷

ইনবক্স-এ সাগর সরওয়ারের কণ্ঠ শুনে অনেক ভালো লাগলো৷ বিষয় নির্বাচনের জন্য অনেক ধন্যবাদ৷ মাহমুদ শরীফ রাজ, রংপুর৷

গত রবিবারের ইনবক্স-এ সাগর ভাইয়ে কণ্ঠ শুনে মনেই হলোনা যে তিনি আর আমাদের মাঝে নেই৷ একদল নরপশু সাগর ভাই ও তাঁর স্ত্রীর জীবন কেড়ে নিয়েছে৷ আমরা তাঁদের হত্যাকারীদের বিচার চাই৷ জানিনা এখানে যে অবস্থা কোনদিন খুনিরা ধরা পড়বে কিনা৷ তবে আল্লাহ পাক তাদের বিচার করবে৷

ডয়চে ভেলে থেকে যেন জার্মান ভাষাশিক্ষা সম্পর্কে প্রতিযোগিতার আয়োজন করা হয়, অনুরোধ রইলো৷ আবদুর রাজ্জাক, সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাব, নিমাইদিঘী, বগুড়া৷

সংকলন: নুরুননাহার সাত্তার
সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন