‘জাতির জন্য বিজয় দিবস, জামাতের জন্য শোক দিবস' | পাঠক ভাবনা | DW | 16.12.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জাতির জন্য বিজয় দিবস, জামাতের জন্য শোক দিবস'

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রিয় পাঠকদের জানাই রক্তিম শুভেচ্ছা৷ আজ আমাদের ফেসবুক পাতায় অসংখ্য পাঠকও ডয়চে ভেলের কর্মীদের জানিয়েছেন নানাভাবে বিজয়ের শুভেচ্ছা৷

‘‘যাঁরা এই বিজয় এনেছিলেন তাঁদের আমরা গভীর সহৃদয়তা পূর্ণ ভালোবাসায় স্বরণ করছি৷ এ বিজয় আমাদের নয়, এ বিজয় তোমাদের৷'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় এ মন্তব্য পাঠক রবির৷ মিতা বিশ্বাসের কথাও অনেকটা এরকম৷ তিনি লিখেছেন, ‘‘এই দিনের জন্য অনেক মায়ের সন্তান জীবন দিয়েছেন, তাঁরা আজ মরেও সকলের মাঝে বেঁচে আছেন৷ ''

আজকের এই বিজয়ের দিনে স্বাভাবিকভাবে মনে পড়ে ১৯৭১ সালের ভয়াবহ সেই দৃশ্যের কথা৷ সে'কথাই স্বরণ করেছেন মোহাম্মদ শামসুদ্দোহা তাপস৷ লিখেছেন, ‘‘যুদ্ধের বীভৎসতা দেখা ও প্রত্যক্ষ করা মানুষদের ভিড়ে অনেকেই আছেন৷ ৪৪ বছর আগের আজকের এই দিনে একদিকে স্বজন হারাবার সুতীব্র যন্ত্রণা, শোক, নিঃস্ব হয়ে যাওয়া মানুষের হাহাকার, চোদ্দ পুরুষের ভিটে ছাড়া হওয়া মানুষের চোখের জল, অন্যদিকে ভাসছিল জয়ধ্বনি৷ এত মৃত্যুর পর হু হু শীতের বাতাসে মানুষগুলো হয়ত বা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে ভাবছিল জীবনের সৌন্দর্যের কথা৷ লাশ আর বারুদের গন্ধে চারদিকে কান্নামাখা আনন্দের হুল্লোড় মাটি থেকে উড়িয়ে দিচ্ছিল অনেক শকুনকে৷''

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণেই হয়ত এতটা রাগ হোসেন ইকবালের৷ তাঁর মন্তব্য এরকম, ‘‘দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা আমরা পাইনি৷ আমরা বিজয় পেয়েছি মঠে-ঘাটে অনবরত লাশ আর লাশ, যুদ্ধাপরাদের নামে হত্যা, দু্নীতি, চাঁদাবাজি আর হাম্বালীগের চাপাতি ও বন্দুকের মিছিল৷''

অন্যদিকে বিজয় দিবস নিয়ে গর্বিত মো. রাজ৷ আমাদের ফেসবুকে তিনি লিখেছেন এভাবে, ‘‘বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে একটা লাল-সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ৷ বিজয়ের ৪৪ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে শুভেচ্ছা৷''

মোহাম্মাদ আবুল হাসান আমাদেরও বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন৷

ডয়চে ভেলের ফেসবুকে শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন পাঠক সুলতানা রাজিয়া সিথী৷ আরো শুভেচ্ছা জানিয়েছেন বন্ধু নূর আলম, ইসমাইল আহমেদসহ অনেকে৷

পুরনো বন্ধু অসিত কুমার দাস মিন্টু আজকাল ফেসবুকে তেমন মতামত না জানালেও, আমাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা ঠিকই জানিয়েছেন৷

আজ বাংলাদেশের বিজয়ের ৪৪ বছর আর এই দিনে ডয়চে ভেলের ফেসবুক বন্ধু মামুন রনির একটি যৌক্তিক প্রশ্ন, ‘‘যে দেশের মুক্তির জন্যে নারীরা যুদ্ধ করেছেন, সেই দেশে আজ মা বোনেরা কেন স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না? কেন প্রতিদিন কোনো না কোনো জায়গায় নারীরা ধর্ষিত হচ্ছেন? এটার জবাব কি আমরা কখনো দিতে পারবো?

১৬ই ডিসেম্বর এই বিজয়ের দিনে আহসান হাবীবের মন্তব্য, ‘‘বাঙালি জাতির জন্য আজ মহান বিজয় দিবস৷ আর জামাত শিবিরের জন্য আজ শোক দিবস৷'

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন