জাতীয় পার্টির চেয়ারম্যান নিয়ে পাঠকদের ভাবনা | পাঠক ভাবনা | DW | 25.07.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জাতীয় পার্টির চেয়ারম্যান নিয়ে পাঠকদের ভাবনা

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বেশিরভাগ পাঠকই রওশন এরশাদ নয়, জি এম কাদেরের পক্ষেই মত দিয়েছেন৷ এর কারণও অবশ্য তারা অনেকে সরাসরি জানিয়েছেন৷ ভিন্নমতও রয়েছে ডয়চে ভেলে বাংলার ফেসবুক পাতায়৷

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে পাঠক খন্দকার মাহবুব আলম উপযুক্ত প্রার্থী হিসেবে জিএম কাদেরকেই মনে করেন৷ এই দায়িত্বের জন্য তিনি রওশন এরশাদের বয়সকই বাধা মনে করছেন৷ পাঠক বাবুল হোসেনও তাঁর সাথে একমত৷ পাঠক বাবুল হোসেন, মো.হেলাল, জাহাঙ্গীর, হারুন উর রশীদ, আবুল হাফিজ, কাশেম শেখসহ অনেকেই চাইছেন জি এম কাদেরই পান জাতীয় পার্টির চেয়ারম্যান পদটি৷

এদিকে মাসুদ হোসেন মৃধা ‘দেবর-ভাবীর বিষয়টা' বেশ উপভোগ করছেন৷ তিনি লিখেছেন, ‘‘আমাদের মানা না মানার কিছু নাই, তবে বিষয়টা খুবই উপভোগ্য৷ আশাকরি সামনে অনেক পলিটিকাল ড্রামা দেখা যাবে৷ প্রথমে দেখলাম ভাগটা ভালোই হয়েছে একজন চেয়ারম্যান আরেকজন বিরোধীদলীয় নেত্রী এখন দেখি একজন মানে অন্যজন মানেনা বাহ! ''

ভিন্নমত পাঠক উত্তমের৷ তার মন্তব্য এরকম,  ‘‘জাতীয় পার্টি নামে আলাদা দল আছে সেটাই মানি না৷ এটা এখন আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: খালেদ মুহিউদ্দীন

নির্বাচিত প্রতিবেদন