‘জার্মান দলের বিজয় চাই’ | পাঠক ভাবনা | DW | 22.06.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মান দলের বিজয় চাই’

আজ জার্মানি ও গ্রিসের খেলা৷ জার্মান দল জয়ী হোক ভাগ্যদেবীর কাছে এই কামনা করছি৷ কাঞ্চন কুমার চ্যাটার্জী, শাহানগর, মুর্শিদাবাদ থেকে লিখেছেন৷

শ্রদ্ধাভাজন কর্মকর্তা মহোদয়, কদম ফুলের শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের সাথে দীর্ঘদিন নিবিড়ভাবে জড়িয়ে আছি৷ সব মাধ্যমেই অনুষ্ঠান শুনছি, মতামত প্রদান করছি৷ দুঃখের বিষয় ওয়েবসাইটে এবং ইনবক্সে খোঁজখবর নাই৷ ‘ইউরো কাপ' ফুটবল সম্পর্কে অনেক তথ্য জানতে পারলাম৷ গোপালগঞ্জের বি এম ফয়সাল আহমেদ এবং মাদারীপুরের রাসেল শিকদার এদের মতামতগুলো চমৎকার হয়েছে৷

বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক আন্দোলন নিয়ে সংবাদগুলো বস্তুনিষ্ঠ ছিল৷ অনলাইনে বিষয়ভিত্তিক রচনা প্রতিযোগিতা দেওয়ার প্রস্তাব রাখছি৷ ডাক্তার এসএমএ হান্নান, পাছওয়াইল রেডিও লিসনার্স ক্লাব, পাবনা থেকে লিখেছেন৷

- গত সপ্তাহে এবং এর আগেও ইনবক্স এবং ওয়েবসাইটে আপনার মতামতের উত্তর দেওয়া হয়েছে৷ বোঝা যাচ্ছে আপনি নিয়মিত শ্রোতা বা ওয়েবসাইট পাঠক নন, তাছাড়া পাবনা থেকে এফএম তরঙ্গে অনুষ্ঠান শোনা যায়না৷ প্রতিদিন ইন্টারনেটে অনুষ্ঠান শোনার সুবিধা আপনার রয়েছে কিনা আমাদের জানা নেই৷ আমাদের অনিয়মিত শ্রোতারাই সাধারণত এই অভিযোগ করে থাকেন৷ মতামতের জন্য ধন্যবাদ৷

‘ভারতের কুমোরটুলির দশভূজরা' এই প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ তবে শুধু কুমোরটুলি নয় বিভিন্ন জায়গায় এরকম শিল্পী অনেক আছে৷ আপনাদের প্রতিবেদনে ওদের শিল্প সম্পর্কে উল্লেখ করলে ওদের গুরুত্ব আরো বাড়তো৷ মধুমিতা ব্যানার্জী, বর্ধমান৷

আমি ১৯৯৮ সাল থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি৷ গত কয়েকমাস কোন চিঠি পাঠানো হয়নি৷ ধাঁধার উত্তর পাঠিয়েও কোনদিন রেডিও পুরস্কার পাইনি৷ শেখ আবদুল রশিদ, পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন৷

-ধন্যবাদ অনেকদিন পর লেখার জন্য৷ রেডিও বিজয়ীদের তালিকা ঘেটে দেখা গেলো কয়েক বছর আগে ধাঁধা বিজয়ী হিসেবে আপনি একটি গ্রুনডিগ রেডিও পুরস্কার পেয়েছিলেন৷

আমি ডয়েচে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ ডয়েচে ভেলের প্রতিটি অনুষ্ঠান আমার কাছে ভালো লাগে৷ ১৯ জুনের ‘ইমপ্রেস টেলিফিল্ম' নিয়ে লেখাটি আমার খুব ভালো লেগেছে৷ ইউনুস, মীরসরাই, চট্টগ্রাম থেকে জানিয়েছেন৷

গত ২১ জুন রথের মেলা উপলক্ষে আমাদের ক্লাবের তরফ থেকে এক জলছাত্রা ও ফার্ষ্ট এইড ক্যাম্প এর ব্যবস্থা করা হয়েছিলো৷ তৃষ্ণার্থ দর্শনার্থীদের জল পান এবং মেলায় আগত ব্যক্তিরা যারা আহত হন তাদের ফার্স্ট এইডের সেবা দান করা হয়৷ পাশাপাশি ডয়চে ভেলের ওয়েবসাইটের প্রচার চালানো হয়৷ বিধান সান্যাল, মস্কো রেডিও লিসনার্স ক্লাব, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে আমাদের জানিয়েছেন৷

পানপাড়া, নদীয়া থেকে শ্রোতাবন্ধু মন্জু দাস ই-মেলে লিখেছেন, বহুদিন ডয়চে ভেলে থেকে দূরে ছিলাম৷ এখন দেখছি ডয়চে ভেলে দীর্ঘদিনের বন্ধুদের আপন করে নিচ্ছে৷ তথ্যবহুল বিশ্বসংবাদ, চমকপ্রদ সব খবর, চলতি ঘটনা, শিক্ষণীয় সব তথ্য প্রচারের জন্য ভালো লাগছে অনুষ্ঠান ৷ আর ওয়েবসাইটেও মজার মজার তথ্য পাচ্ছি৷

রাঘবপুর কলোনী, নদীয়া থেকে শ্রোতাবন্ধু সুনীল বরণ দাস তাঁর লম্বা ইমেলে লিখেছেন, শর্টওয়েভ বন্ধ হয়ে যাবার পর অনেকদিন যোগাযোগ ছিলনা৷ তবে এখন আবার পডকাস্টের মাধ্যমে অনুষ্ঠান শুনছি৷ এতে এতো বেশি আনন্দ পাচ্ছেন যে ভাষায় প্রকাশ করতে পারছেন না৷ অনুষ্ঠান শুনে খুব ভালো লাগে৷

তিনি আরো লিখেছেন, এখনও অনেক সক্রিয় শ্রোতা আছেন যারা অভিমান করে চিঠি লেখেন

না৷ আপনারা কি তা জানেন? আরো লিখেছেন যেমন কলকাতার স্বপন চক্রবর্তী এখন নেটে অনুষ্ঠান শোনেন এবং পুরনো শ্রোতাদের সাথে ফোনে কথা বলেন৷

-অবশ্যই জানি, কিন্তু এই পরিস্থতিতে আমরা কি করতে পারি আপনারাই বলে দিন না!

রাজশাহী থেকে শ্রোতাবন্ধু মিলন লিখেছেন, ডয়চে ভেলের থেকে প্রচারিত অনুষ্ঠান শুনি এবং খুব ভালো লাগে৷

জলির পাড়, গোপালগঞ্জ থেকে বিধান চন্দ্র টিকাদার লিখেছেন ইনবক্স-এর সময় কিছুটা বাড়ালে খুব ভালো হয়৷

-এর উত্তরে আর কি বলবো, বলুন ? এক বছর আগে যখন দুটো ইনবক্স-এর সময় মাত্র ৮ মিনিট ছিলো তখনও আপনারা বলেছেন সময় বাড়ানোর কথা৷ এখন বাড়িয়ে ২৬ মিনিট করা হয়েছে৷ শুধু তাই নয় সপ্তাহের প্রতিটি দিনই থাকছে শ্রোতাদের মতামত৷ তাছাড়া ওয়েবসাইটেও থাকছে বন্ধুদের পাঠানো মতামত৷ আর ফেসবুক তো রয়েছেই ৷

আর হ্যা ভাই বিধান, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়ে প্রায় প্রতিদিনই ই-মেল করার জন্য আন্তরিক ধন্যবাদ৷ যার জবাব আপনি নিয়মিত পাচ্ছেন অনুষ্ঠানে এবং দেখছেন ওয়েবসাইটে৷ আপনাকে বিনীতভাবে অনুরোধ করবো প্রতিদিন মতামত জানাচ্ছেন বলে প্রতিদিনই অনুষ্ঠানে উত্তর আশা করবেন না৷ কারণ অন্যদেরও কিন্তু কিছুটা সুযোগ দিতে হবে বিশেষ করে নতুন বন্ধুদের৷ আপনি কি বলেন?

- ক্লাব কর্মকান্ডের খবর এবং অনুষ্ঠান ও ওয়েবসাইট সম্পর্কে মতামত জানানোর জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ৷ মাঝে মধ্যে মতামতের উত্তর পেতে একটু দেরি হতে পারে৷ তবে উত্তর যে বন্ধুরা পাবেন সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন৷

সংকলন: নুরুনাহার সাত্তার
সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন