জার্মান নাগরিকত্বই সবচেয়ে দুর্লভ | পাঠক ভাবনা | DW | 29.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান নাগরিকত্বই সবচেয়ে দুর্লভ

জার্মান নাগরিকত্ব নিয়ে পশ্চিমের জানালা পর্বটি খুব ভালো লাগলো৷ ভালো লাগলো বিশেষ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা হাসমত আলীর কথাও৷ আমরা তাঁর সাথে একমত৷

ডয়চে ভেলেকে ধন্যবাদ এসব তথ্য জানানোর জন্য৷ লিখেছেন ডা.এসএস ভট্টাচার্য্য, চৈতক লিসনার্স ক্লাব, নবোদয় পল্লী, পশ্চিম মেদিনীপুর থেকে ৷

জার্মান নাগরিকত্ব নিয়ে এক অসাধারণ পরিবেশনা শুনলাম৷ এই মুহূর্তে সারা বিশ্বে জার্মান নাগরিকত্বই সবচেয়ে দুর্লভ এবং গ্ল্যামারাস৷ মন্তব্য ডা. সিদ্ধার্থ সরকারের৷

আমি ডয়চে ভেলের একজন নিয়মিত শ্রোতা৷ ভারত পাকিস্তানের মধ্যে বিদেশ মন্ত্রী পর্যায়ের বৈঠকের খবর দেবার জন্য ধন্যবাদ দিয়েছেন শ্রোতাবন্ধু মতিউর রহমান, মুর্শিদাবাদ থেকে ৷

আমি জার্মানিতে ইন্জিনিয়ারিং পড়তে আসতে চাই , কি করতে হবে বা কি যোগ্যতা লাগবে? জানতে চেয়েছেন বাংলাদেশ থেকে শ্রোতাবন্ধু রুমিয়াত মাহমুদ৷

-এর উত্তর পেতে শুনুন আগমীকাল সকালের ইনবক্স৷

সকালের অনুষ্ঠানে বিশ্ব সংবাদ বাতিল করলেন কেন? পলাশবাড়ী, গাইবান্ধা থেকে প্রশ্ন করেছেন শ্রোতাবন্ধু শাহ মোহাম্মদ ফেরদৌস হাসান নাজমুল৷

গতকাল রাতে ১১টা ৫৫ মিনিটে বগুড়া জেলায় সামান্য ভূমিকম্প অনুভব হয়৷ সবাই আতঙ্কে ছিলাম তবে ক্ষতি হয়নি৷ জানিয়েছেন সারাক ইন্টার ন্যাশনাল রেডিও ক্লাব, নিমাই দিঘী, ছাতিনগ্রাম, বগুড়া থেকে শ্রোতাবন্ধু এম আবদুর রাজ্জাক৷

প্রিয় ডয়চে ভেলে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা৷ আমি আপনাদের একজন অতীতের নিয়মিত শ্রোতা৷ তবে মাঝে কিছুদিন আপনাদের সাথে তেমন যোগাযোগ করতে পারিনি৷ আমি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর ছাত্র৷ আমি বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে আপনাদের অনুষ্ঠান শোনার চেষ্টা করছি এবং অনুষ্ঠানের মান আগের চেয়ে অনেক গুণে ভাল হয়েছে বলে আমি মনে করি৷ আমাকে আপনারা সবাই সাদরে গ্রহণ করবেন বলে আমার বিশ্বাস৷ আপনাদের সবার শুভ কামনায়...... জি, এম আল-আমিন হুসাইন প্রিন্স, দর্শন বিভাগ, ৩য় বর্ষ' ২০১১ রোল নং-২৩৯ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার , ঢাকা-১৩৪২৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক