জার্মান প্রেসিডেন্ট এখন বাংলাদেশে | পাঠক ভাবনা | DW | 29.11.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মান প্রেসিডেন্ট এখন বাংলাদেশে

ডয়চে ভেলে থেকে জানতে পারলাম জার্মান রাষ্ট্রপতি বাংলাদেশ সফরে এসেছেন৷ বাংলাদেশ-জার্মানি সম্পর্ক দীর্ঘদিনের৷ আমাদের দেশের জনগণ এই সফরে খুব আনন্দিত৷

বাংলাদেশ-জার্মানি সম্পর্ক এই সফরে আরো সুদৃঢ় হবে বলেই আমার বিশ্বাস৷ সুন্দর প্রতিবেদন প্রচার করায় ডয়চে ভেলেকে ধন্যবাদ৷ অসিত কুমার দাশ মিন্টু, সভাপতি ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম৷

জার্মান প্রেসিডেন্ট ক্রিস্টিয়ান ভুল্ফ-এর বাংলাদেশ সফর বিষয়ক খবারাদি বিস্তারিত প্রচার করার অনুরোধ করছেন ইমেলে এবং ফেসবুকে গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদ শিপন৷

জার্মান প্রেসিডেন্টের বাংলাদেশ সফর সম্পর্কে প্রতিবেদনটি পড়ে ফেসবুকে ‘লাইক' করেছেন রমেশ শাহানী, শহীদুল হক, তকবীর চৌধুরী, তানভীর, নাজমুল হক বিলাশ, রবিন হোসেন, শরীফুল ইসলাম ও আরো অনেকে৷

আমি ডয়চে ভেলের একজন নতুন এবং নিয়মিত শ্রোতা৷ জার্মানিতে পড়াশোনা বিষয়ে ডয়চে ভেলে থেকে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত জরুরি তথ্যাদি জানানো হচ্ছে৷ আর সেজন্যই আমি ডয়চে ভেলেকে বিশেষভাবে ধন্যবাদ জানাই৷ লিখেছেন টাঙ্গাইল থেকে শ্রোতাবন্ধু আবু নাঈম৷

জয়নগর, নরসিংদী থেকে শ্রোতাবন্ধু আনোয়ার হোসেন লিখেছেন, আমি ডয়চে ভেলের অনুষ্ঠান শোনার জন্য সবসময় অপেক্ষায় থাকি৷ মোনালিসা, বিজ্ঞান ডটকম, ক্যাম্পাস সবুজ পৃথিবী পর্বগুলো আমার কাছে বেশি ভালো লাগে৷

বিভিন্ন পরিবেশনা সম্পর্কে মতামত জানিয়ে আরো ইমেল করেছেন কুমিল্লা থেকে সোহাগ বেপারী৷ মান্দা, নওগাঁ থেকে অঞ্জনা পারভীন৷ দুর্গাপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু রতন৷ ফরিদপুর থেকে আফজাল আলী খান৷ জিয়াগঞ্জ থেকে তপন ও চৈতালী ব্যানার্জী৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক