জার্মানিতে আয়ুর্বেদিক চিকিৎসা | পাঠক ভাবনা | DW | 17.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে আয়ুর্বেদিক চিকিৎসা

আজ আমাদের কাছে ফোন করেছেন রাজশাহী পুলিশ একাডেমি থেকে শ্রোতাবন্ধু মনির হোসেন৷ বললেন, গতকাল প্রচারিত আয়ুর্বেদিক চিকিৎসা নিয়ে আমাদের হেল্থলাইন পর্বটি খুব ভালো লেগেছে৷

এবং মনির হোসেনের একজন বন্ধু নাকি এই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করে ভালো হয়েছেন৷

এই একই বিষয় নিয়ে ই-মেল করেছেন খুলনা থেকে শ্রোতাবন্ধু কাজল ও সজল রঞ্জন ঘোষ৷ লিখেছেন, অনুষ্ঠানে শুনলাম সুপ্রাচীন ভারতীয় আয়ুর্বেদীয় চিকিৎসা এখন জার্মানিতে ছড়িয়ে পড়ছে৷ বায়ু, পিত্ত ও কফ এই ত্রিধাতু নিয়ে এই চিকিৎসার চিন্তাভাবনা৷এই চিকিৎসায় কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই, কিন্তু আছে বেশকিছু নিয়ম শৃঙ্খলা মেনে চলার সতর্ক নির্দেশ, আমরা ভীষণ আনন্দ পেয়েছি এটা জেনে যে ...জার্মানির মত অতি উন্নত বিজ্ঞান মনস্ক জাতিও এই নিরাপদ চিকিৎসা পদ্ধতিকে রোগ নিরাময়ের জন্য বেছে নিচ্ছেন৷ মার্টিন সাহেবকে অসংখ্য ধন্যবাদ তিনি এই চিকিত্সা পদ্ধতির মর্ম বুঝে জার্মানিতে এটির প্রসার ঘটাতে চাইছেন৷ ডয়চে ভেলেকে অসখ্য ধন্যবাদ ভিন্নধর্মী এই আয়োজনের মাধ্যমে সুপ্রাচীন এই চিকিৎসা পদ্ধতিকে শ্রোতাবন্ধুদের মাঝে তুলে ধরার জন্য৷ অসংখ্য ধন্যবাদ অনুপম সুন্দর এই আয়োজনটি প্রচারের জন্য৷ সকলে ভাল থাকুন৷

আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আরো জানিয়েছেন ঘোষনগর, তালা থেকে শ্রোতাবন্ধু বাপী দেবনাথ৷ লিখেছেন, হেল্থলাইন পরিবেশনায় আয়ুর্বেদিক ক্লিনিক সম্পর্কে শুনে খুব ভাল লাগলো৷

ডয়চে ভেলের বাংলা অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ বহুদিন ধরে শুনছি, অনিবার্য কারণ ছাড়া একটি পরিবেশনাও মিস করিনা৷ শুধু লিখতে ভয় হয় যদি উত্তর না পাই! রাজীব কুমার রায় দীপু, ডোমরা, আমবাড়ীয়া, দিঘলিয়া, খুলনা৷

ইনবক্স-এ বাংলা বিভাগের নতুন সহকর্মী আফরোজা সোমার সাক্ষাৎকার শুনলাম৷ ভীষণ ভালো লাগলো৷ ইনবক্স-এর পুরো ৮ মিনিট সাক্ষৎকার দিয়ে সাজানো হলেও পরিবেশনাটি ছিল দারুণ উপভোগ্য৷ ডয়চে ভেলে পরিবারে তাকে শ্রোতাবন্ধুদের পক্ষ থেকে জানাই সুস্বাগতম৷ ডয়চে ভেলেতে তার যোগদান হোক সফল ও সার্থক৷ আশরাফুল ইসলাম , জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক