জার্মানিতে এই নেশার আপদ বাড়ছে | পাঠক ভাবনা | DW | 05.03.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে এই নেশার আপদ বাড়ছে

আমাদের নতুন এবং নিয়মিত শ্রোতাবন্ধু রঞ্জু আহমেদ, গ্রামীণ পল্লব, রংপুর থেকে জানিয়েছেন আমাদের অনুষ্ঠান আপনার কাছে খুব ভালো লাগে৷ আপনি ধাঁধায় অংশ নিতে আগ্রহী লিখেছেন৷

আমাদের নতুন এবং নিয়মিত শ্রোতাবন্ধু রঞ্জু আহমেদ, গ্রামীণ পল্লব, রংপুর থেকে জানিয়েছেন আমাদের অনুষ্ঠান আপনার কাছে খুব ভালো লাগে৷ আপনি ধাঁধায় অংশ নিতে আগ্রহী লিখেছেন৷

এসএমএস'এর এর জন্য ধন্যবাদ আপনাকে৷ আপনি যেভাবে ধাঁধার উত্তর পাঠিয়েছেন সেভাবেই আগামীতেও পাঠিয়ে দেবেন৷ অবশ্যই সেগুলো লটারিতে সামিল করা হবে৷

সকালের অনুষ্ঠানে সুরের ভুবন পর্বে কণ্ঠ শিল্পী শেখ খালিদকে নিয়ে পরিবেশনা খুব ভাল লেগেছে৷ জানিয়েছেন মোহনপুর, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু কামরুল হাসান৷

আশা ও বিশ্বাস ভাল আছেন বিভাগীয় সকলে৷ ক্লাবের পক্ষ হতে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আজ রাতের পরিবেশনায় প্রতিটি পর্বই ছিল খুব সুন্দরভাবে সাজানো গোছানো৷ মোনালিসা পর্বে রওশন জাহান সাথীর সাক্ষাৎকারের মাধ্যমে তাঁর অসীম সাহসিকতার পরিচয় পেলাম৷

ক্যাম্পাস পর্বে টেকনিক্যাল ইউনিভার্সিটি মিউনিখ সম্পর্কে জানতে পেরে ভাল লাগল৷ আরো ভাল লাগলো এই ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ভারতীয় ছাত্রী পুষ্পলতার কথা শুনে৷ অসংখ্য ধন্যবাদ ডয়েচে ভেলেকে এমন পরিবেশনা জন্য৷ শুভেচ্ছান্তে বাপি দেবনাথ, শহীদ মুক্তিযোদ্ধা ডি এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

নেশা, তা সে যে ধরণেরই হোক না কেন পরিত্যাজ্য৷ জার্মানিতে এই নেশার আপদ বাড়ছে৷ আর তা নিয়ে জার্মান সরকারের চিন্তার শেষ নেই৷ এমনকি অভিবাসীদের মধ্যেও এই নেশা ছড়িয়ে পড়েছে ৷ অনেক রকম নেশাতেই এখন জার্মানির সামাজিক জীবন বিপর্যস্ত হয়ে পড়ছে৷ এর মধ্যে রয়েছে অ্যালকোহল, ধূমপান, মাদক, কম্পিউটার গেমস এমনকি ইন্টারনেট পর্যন্ত ৷ এ বিষয়ে সরকার ও সাধারণ মানুষ সকলকেই আরো বেশি সচতন হতে হবে৷ ধন্যবাদ ‘আসক্তি কমাতে জার্মানির নতুন কৌশলপত্র' শিরোনামে অসাধারণ প্রতিবেদনটির জন্য ৷

মুক্তিযুদ্ধ বিভাগে ‘দেশ গড়ার কাজে রত মুক্তিযোদ্ধা রওশন জাহান' শিরোনামে প্রতিবেদনটি ভীষণ ভালো লাগলো ৷ বর্তমানে মহিলা শ্রমিক লীগের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির মহিলা সম্পাদক৷ এছাড়া জাতীয় সংসদ সদস্য হিসেবে দেশ ও জাতি গড়ার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন বীর সাহসী নারী রওশন জাহান সাথী৷ সংগ্রামী এই মহীয়সী নারীর আরো আরো সাফল্য কামনা করি৷ ধন্যবাদ অসাধারণ প্রতিবেদনটির জন্য ৷

ভালো থাকবেন৷ হাফিজুর রহমান , ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, পূর্বস্থলী, বর্ধমান ৷

সংখ্যালঘুদের উপর হামলা ও মন্দির ভাঙার সঙ্গে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি কামনা করি লিখেছেন মুকুল সরদার, তিলডাংগা, দাকোপ, খুলনা থেকে৷

ডয়েচে ভেলেকে কাশফুলের শুভ্র শুভেচ্ছা৷ নিয়মিত অনুষ্ঠান শুনি এবং ধাঁধা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি৷ ডয়েচে ভেলের প্রতি মাসের ধাঁধা বিজয়ীদের নাম কীভাবে জানতে পারবো? পূর্বষোলশহর, চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন শ্রোতাবন্ধু নিযাম রাহাগীর৷

- নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনলেই জানতে পারবেন ধাঁধা বিজয়ীদের নাম৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন