জার্মানিতে নারীরা নিরাপদ | পাঠক ভাবনা | DW | 08.09.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানিতে নারীরা নিরাপদ

ভারতীয় প্রধান মন্ত্রী মনমোহন সিং –এর দুই দিনের সফরে বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থ বাণিজ্য যোগাযোগসহ চুক্তি হওয়ায় দুই দেশ লাভবান হবে৷

তবে খারাপ লাগলো  মমতা না আসায়৷ যাই হোক ডয়চে ভেলেকে ধন্যবাদ এসব তথ্য দেওয়ার জন্য৷

আজ মোনালিসা পর্বে শুনলাম জার্মানিতে নারীরা কতটা নিরাপদ৷ রাস্তা ঘাটে চলাফেরায় মেয়েরা কতটা স্বাধীন জানলাম সুমি দাসের অভিজ্ঞতা থেকে,  ভালো লাগলো৷ আগামীতে ডয়চে ভেলে থেকে বাংলাদেশের প্রতিবন্ধী মেয়েদের নিয়ে একটি পরিবেশনা শুনতে চাই৷ আবদুর রাজ্জাক, নিমাইদিঘী, ছাতিনগ্রাম, বগুড়া থেকে লিখেছেন৷ 

ভারতীয় প্রধানমন্ত্রী  মনমোহন সিং-এর বাংলাদেশ সফর সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য ধন্যবাদ দিয়েছেন সুলতানশাহী, গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর বাংলাদেশ সফর সম্পর্কে সংবাদ ও প্রতিবেদনগুলোর জন্য ধন্যবাদ৷ বিধান সান্যাল, দক্ষিণ দিনাজপুর৷

আজকের সুরের ভুবন পর্বে সদ্যপ্রয়াত স্বাধীনতা পুরস্কার বিজয়ী গুণী শিল্পী অজিত রায়ের জীবন বৃত্তান্ত জানার সৌভাগ্য হলো আমাদের৷ তিনি তার গানের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন বাংলার সাহসী মুক্তিযোদ্ধাদের৷ দিয়েছেন সাহসিকতার রসদ৷ যার ফলশ্রুতিতে আজকের এ স্বাধীনতা৷ তাই আসুন আমরা প্রার্থনা করি,তিনি যেন স্বর্গবাসী হন৷ ধন্যবাদ এ গুণী শিল্পীর সম্পর্কে বিসদ আলোচনার জন্য৷ ধন্যবাদান্তে, কাজল রঞ্জন ঘোষ ও সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

অজিত রায় তাঁর হাজারো ভক্তকে কাঁদিয়ে গেলেন৷ রেখে গেলেন তাঁর অমর সৃষ্টি৷ তিনি চিরদিন বেঁচে থাকবেন তাঁর ভক্তদের অন্তরে৷ জুয়ালুর রহমান, পাঙ্কা, ভগতিপাড়া, নাটোর৷ 

অসাধারণ একজন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে অসাধারণ একটি রবীন্দ্র সংগীত শুনলাম, দারুণ লাগল৷ রিনা বসু, জননী রেডিও লিসেনার্স ক্লাব, তালা, সাতক্ষীরা৷

আজকের মোনালিসা পর্বে জার্মানিতে নারীদের অগ্রযাত্রা আমাদের মুগ্ধ করেছে৷ জার্মানরা যে বুনিয়াদের ওপর দাঁড়িয়ে আছে তার ভিত্তি তৈরি করেছে নারীরা৷ কিন্তু আমাদের মত উন্নয়নশীল দেশগুলোতে পদেপদে শৃঙ্খলিত করা হচ্ছে তাদের, রাখা হচ্ছে ঘরের কোণে বন্দি করে যা সৌমি দাশের কথায় স্পষ্ট৷ তাইতো জার্মানি আর আমাদের মধ্যে এত ব্যবধান৷ তাই আসুন সকল নিয়ম কানুনের বেড়াজাল ছিন্ন করে নারীদেরকে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সুযোগ করে দিই৷ তবেই আসবে আমাদের কাঙ্খিত উন্নয়ন৷ অপর্ণা রাণী ঘোষ, কপিলমুনি৷

রাতের অনুষ্ঠানে মোনালিসা পর্বটি ভালো লেগেছে৷ মো.নাজমুল শাহ, গাইবান্ধা৷ 

আজ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস৷ এক সুমহান জাতি গঠনের লক্ষ্যে নিরক্ষরতার নাগপাশ থেকে মুক্তির শপথ নিতে আসুন আমরা সকল ডয়চে ভেলের শ্রোতারা মিলিত হয়ে শিক্ষার আলো সকলের কাছে পৌঁছাতে সচেষ্ট হই৷ অপর্ণা চ্যাটার্জী,  নতুন রেডিও লিসনার্স ক্লাব, ওমরাহাগঞ্জ, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন