‘জার্মানিতে মুসলিম মেয়েদের ফিটনেস স্টুডিও’ | পাঠক ভাবনা | DW | 17.01.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘জার্মানিতে মুসলিম মেয়েদের ফিটনেস স্টুডিও’

অভিনব এই ফিটনেস স্টুডিও নিয়ে প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ মুসলিম মেয়েদের জন্য এই বিশেষ ধরনের ফিটনেস স্টুডিও নিয়ে পরিবেশনাটি ছিল সত্যিই একটু ব্যতিক্রমধর্মী৷ উদ্যোগটি অবশ্যই প্রশংসনীয়৷

তিনি আরো লিখেছেন, আর্থিক মন্দার মুখে চলতি বছরে ইউরোপের অর্থনীতি সম্পর্কিত প্রতিবেদন থেকে ইউরোজোনের অর্থনীতির একটা পরিষ্কার চিত্র পেয়ে গেলাম৷ এত সংকটের মধ্যেও যে জার্মানির অর্থনীতির সংকোচনের হার খুবই সামান্য, সেটা জার্মানির পক্ষে আশার খবর৷ আশা করছি, ইউরোপীয় ইউনিয়নের উদ্যোগে ইউরোজোনের অর্থনৈতিক পরিস্থিতি নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আবারও ঘুরে দাঁড়াতে সক্ষম হবে৷ এছাড়া, এবারের অস্কারের দৌড়ে স্পিলবার্গ ও অং লি শীর্ষক প্রতিবেদনটিও ভালো লাগলো৷ ই-মেলে এভাবেই লিখেছেন সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি থেকে৷

***Das Pressebild darf nur in Zusammenhang mit einer Berichterstattung über den Film verwendet werden*** Hauptplakat DANIEL CRAIG (James Bond) in Sony Pictures' SKYFALL. © 2012 Sony Pictures Releasing GmbH

অনেক আশা জাগিয়েও ‘স্কাইফল' ছবিটির মূল ক্যাটাগোরিতে মনোনয়ন না পাওয়াটা অবশ্যই ০০৭ জেম্স বন্ড প্রেমীদের কাছে হতাশজনক খবর

অনেক আশা জাগিয়েও ‘স্কাইফল' ছবিটির মূল ক্যাটাগোরিতে মনোনয়ন না পাওয়াটা অবশ্যই ০০৭ জেম্স বন্ড প্রেমীদের কাছে হতাশজনক খবর৷ তবে এবার সেরা অভিনেত্রী ক্যাটাগোরিতে মনোনয়নটি একটি চমকপ্রদ খবর৷ ক্রীতদাস প্রথা বন্ধ করার ক্ষেত্রে লিংকনের অবদানের কাহিনি ফুটিয়ে তুলে ধরে লিংকনের উপর তৈরি স্পিলবার্গের ছবিটি বিষয়বস্তুর দিক থেকেও অসাধারণ৷

ঢাকা থেকে মো.সোহেল রানা হৃদয় লিখেছেন, আমাদের বহুল প্রতিক্ষিত পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি নিয়ে টানাহেঁচড়া শুধু দেশের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে তাই নয়, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করছে৷ তাই পরিস্থিতি স্বাভাবিক করতে এই সেতু নিয়ে শ্বেতপত্র প্রকাশ জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা৷ আমাদের মতো হাজারো সাধারণ মানুষও তাই মনে করে, কিন্তু আমাদের মতামতের মূল্য কেই বা দেয়?

কবিতার নাম: ‘প্রিয় বেতার ডয়চে ভেলে'

তুমি জ্ঞানের ভাণ্ডার
তোমার অনুসরণ
মোদের একান্ত প্রয়োজন৷
তুমি শ্রোতাদের শ্রেষ্ঠ উপহার
তুমি গণমানুষের কণ্ঠস্বর
তোমার উংসাহ-উদ্দীপনা
মোদের দিয়েছে দিকনির্দেশনা৷

কবিতাটি ই-মেলে লিখে পাঠিয়েছেন ডা. এস এম এ হান্নান, সম্পাদক পাছশুয়াইল রেডিও শ্রোতাক্লাব, হরিপুর, চাটমোহর, পাবনা থেকে৷

শুরুতে আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন৷ সময় স্বল্পতার কারণে নিয়মিতভাবে যোগাযোগ করতে পারছিনা বলে আমি দুঃখ প্রকাশ করছি৷ ডয়চে ভেলে থেকে প্রচারিত প্রতিটি পরিবেশনা যে কোনো মানুষের মন জয় করতে সক্ষম বলে আমি মনে-প্রাণে বিশ্বাস করি৷ আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি আমি মনজুরুল ইসলাম মিন্টু, সভাপতি সততা বেতার শ্রোতা ক্লাব, কেবল কৃষ্ণ, জুম্মাহাট, উলিপুর, কুড়িগ্রাম থেকে৷

Bangladesch Fluss Meghna Fährunglück Shariatpur 1

পদ্মা সেতুর কাজ এখনো শুরু হয়নি

‘প্লাস্টিক সুখ আর সর্বনাশ' – এই অসাধারণ প্রতিবেদনটি আরো আগে প্রকাশিত হলে ভালো হতো৷ কারণ, প্রথমে এই প্লাস্টিক ব্যাগ মানুষের অনেক কজে এসেছে৷ বিজ্ঞানীদের এর আবিষ্কারের আগে এর প্রয়োগ-বিধি সম্পর্কে মানুষকে সচেতন করার প্রয়োজন ছিল৷ সেটা না জেনে মানুষ এই প্লাস্টিক ব্যাগ ব্যবহার করে যত্র-তত্র ফেলে দিল৷ যার ফলে এই প্লাস্টিক পুকুর, নদী থেকে সাগরে গিয়ে পড়ল৷ কয়েক বছর আগে আমাদের এখানে একটি গরু এই প্লাস্টিক বর্জ্য গিলে ফেলে নিশ্বাস বন্ধ হয়ে অকালে মারা গেল৷ তাই আমার বক্তব্য, এর ব্যবহার-বিধি জেনে মানুষ সচেতন হলে এই জাতীয় জিনিস মানুষের কাজেই লাগবে৷ এই প্রতিবেদনটি দেখে খুব ভালো লাগলো৷ আপনাদের সর্বাঙ্গ কুশল কামনায় সুহৃত বন্দ্যোপাধ্যায়, জৌগ্রাম, বর্ধমান৷

ডয়চে ভেলের মাধ্যমে বিত্তবানদের অনুরোধ করবো গরম কাপড় নিয়ে শীতার্তদের পাশে দাড়ানোর জন্য৷ মুকুল সরদার, দাকোপ, খুলনা৷

- সবাইকে অনেক অনেক ধন্যবাদ মতামত জানানোর জন্য৷

নির্বাচিত প্রতিবেদন