জার্মানির বন শহরে ইফতারের আয়োজন | পাঠক ভাবনা | DW | 13.08.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

জার্মানির বন শহরে ইফতারের আয়োজন

পশ্চিমের জানালা অনুষ্ঠানে বন শহরে প্রবাসীদের একত্রে ইফতার করা নিয়ে প্রতিবেদনটি ভীষণ ভালো লাগলো৷ প্রবাসীদের এ ধরণের আয়োজনের খবর নিয়মিত শুনতে চাই৷ অনুরোধ গোপালগঞ্জের বন্ধু ফয়সাল আহমেদের৷

শুভেচ্ছা নেবেন৷ ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি, বেশ ভালো লাগছে৷ ডয়চে ভেলে থেকে অলিম্পিকের সমাপনী উৎসবের জমকালো আয়োজনের কথা শুনলাম৷ বাংলাদেশের চলমান রাজনীতি ও ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের বাড়ি যাওয়ার খবরের কথাও শুনলাম ডয়চে ভেলে থেকে৷

এধরণের খবর আগামীতে শুনতে চাওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন নিমাইদিঘী, বগুড়া থেকে শ্রোতাবন্ধু আবদুর রাজ্জাক৷

সকালের অনুষ্ঠানে জার্মানিতে পড়াশোনা নিয়ে প্রতিবেদনটি খুব ভালো লাগলো৷ এ ধরণের শিক্ষামূলক অনুষ্ঠান নিয়মিত প্রচার করলে আমরা আরো বেশি জানতে পারবো৷ বিজ্ঞান ডটকম পর্বে নাসা'র রোভার ‘কিউরিওসিটি' সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারলাম৷ ডয়চে ভেলে শুধু সংবাদ মাধ্যম নয়, এটা একটি শিক্ষামূলক বেতার প্রতিষ্ঠান৷ ডয়চে ভেলের অনুষ্ঠন নিয়মিত শুনলে আর কোনো সংবাদ মাধ্যমের অনুষ্ঠান শোনা বা দেখার দরকার হয়না৷

শ্রোতাবন্ধুদের এত সুন্দর সুন্দর বাস্তবধর্মী তথ্যধর্মী সংবাদ ও নানা রকম তথ্য দিয়ে জ্ঞান বিকাশে সহযোগিতা করার জন্য ডয়চে ভেলের সবাইকে ধন্যবাদ দিয়েছেন নিজাম উদ্দিন নয়ন, সন্দ্বীপ, চট্টগ্রাম থেকে৷

আমার ছোটবেলার বন্ধু নতুন দিল্লির সুভাষ চক্রবর্তী কিছুদিন আগে গিয়েছিলেন ডয়চে ভেলে ভবনে৷ তিনি সেদিন এসেছিলেন আমার বাড়িতে, তাঁর মুখেই শুনলাম ডয়চে ভেলের কর্মীরা তাঁকে সব ঘুরিয়ে দেখিয়েছেন৷ তাঁদের সবার আন্তরিকতায় সুভাষ চক্রবর্তী মুগ্ধ৷ শুনে খুব ভালো লাগলো৷ ডয়চে ভেলের বন্ধুদের ধন্যবাদ জানাই শ্রোতাবন্ধুদের এমন আপন করে নেওয়ার জন্য৷ সুভাষের তোলা ছবি দেখে এবং গল্প শুনে মনে হচ্ছে আমি তাঁর সাথে ঘুরেছি, স্টুডিও দেখেছি আর আপনাদের সাথে গল্প করেছি৷ আমার তো আর যাওয়া হবে না, হাঁটা-চলাও করতে পারিনা৷ ডয়চে ভেলে চিরদিন এভাবেই শ্রোতাদের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকুক৷ এই কামনায় আমি সুনীল বরণ দাস, আরবিআই লিসনার্স ক্লাব, রাঘবপুর, পানপাড়া, নদীয়া৷

আমাদের ভালবাসা ও শুভেচ্ছা নিবেন৷ আশা করছি ভালো আছেন সবাই৷ আমরা ভালো আছি৷ আজ সকালে রবিবারের অনুষ্ঠান শুনতে শুনতে অফিসে এলাম৷ রোজার জন্য অফিসের সময়সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে৷ সকাল ৯ টা থেকে ২.৪৫ টা পর্যন্ত৷ ভোর রাত থেকে প্রচণ্ড বৃষ্টি৷

সকাল ৮ টায় বাসা থেকে ছাতা নিয়ে বের হবার সময় মোবাইলে এফএম রেকর্ডিং চালু করে পকেটে নিয়ে বের হলাম৷ বাসে উঠতে গিয়ে ছাতা নষ্ট হয়ে গেল৷ বাস থেকে নেমে ৩/৪ মিনিট হাঁটার সময় রাস্তায় হেডফোন কানে লাগালাম৷ শুনতে থাকলাম ইনবক্স৷ বৃষ্টিতে ভিজছি আর কানে হেডফোন লাগিয়ে আমাদের প্রিয় বন্ধুদের চিঠি-পত্রের কথা শুনছি ডয়চে ভেলের ইনবক্সে৷ আহ! মজার এক অনুভুতি৷ অফিসে পৌঁছালাম আর অনুষ্ঠান শেষ হলো৷

ফ্রেশ হয়েই লিখতে বসলাম আপনাদের৷ জরুরি কাজে শেষ করতে পারিনি চিঠিটা৷ তাই সেভ করে রেখেছিলাম মেল-এ৷ বাকিটা বাসায় এসে শেষ করলাম এই মাত্র৷ আর বাকিটা আপনাদের জন্য ভালোবাসা৷

ক্লাব ঘরের জন্য কিছু ছবি পাঠিয়েছি৷ আশা করছি সেগুলো ওয়েবসাইটের ক্লাবঘরে আপলোড করবেন৷ মো: সোহেল রানা হৃদয়, ফ্রেন্ডস ডি-এক্সিং ক্লাব, ভিউয়ার, আই জি এস এন্ড সি, ঢাকা সেনানিবাস, ঢাকা৷

‘জলবায়ু পরিবর্তেনর অভিঘাতে বিপন্ন উপমহাদেশের জনজীবন'৷ এ সম্পর্কে লেখা প্রতিবেদনটি শুনলাম ও পড়লাম৷ আমি এরিক বেটারমানের সাথে একমত৷ ডয়চে ভেলের ওয়েবপেজের ডিজাইন প্রতিনিয়ত নিত্যনতুনভাবে সেজে উঠছে৷ এককথায় সুন্দর ও তথ্যবহুল৷ ‘চিংড়ি চাষে গুণগত মান রক্ষায় নজরদারি বাড়াতে হবে' - এই রিপোর্টটিও বেশ ভালো লাগলো৷ ভালো লাগলো আল-মামুনের সাক্ষাৎকারটিও৷ সত্যিই প্রযুক্তির অভাবেই এই অবস্থা৷ শেখ আবদুল রশীদ, জিওখালি, পূর্ব মেদিনীপুর৷

‘স্কুল ছাড়তে বাধ্য হচ্ছে গর্ভবতী মেয়েরা'৷ শুধু তিউনেশিয়া নয়, এটা সারা বিশ্বের পুরুষ শাষিত সমাজের এক চিত্র৷ আমি একে ধিক্কার জানাই৷ দুলাল বিশ্বাস, ১১৩ পশ্চিম তুতপাড়া, খুলনা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন