‘টপ গেম কুইজ’-এর ফলাফল | পাঠক ভাবনা | DW | 19.06.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘টপ গেম কুইজ’-এর ফলাফল

বিশ্বকাপ নিয়ে মেতেছে বিশ্ব৷ সে উপলক্ষ্যে ‘বিশেষ টপ গেম কুইজ’ প্রতিযোগিতার আয়োজন করেছে ডয়চে ভেলে৷ বুধবারের প্রশ্ন ছিল, স্পেন বনাম চিলির খেলায় কে জিতবে? সঠিক উত্তর, চিলি৷ তারা ২-০ গোলে স্পেনকে হারিয়েছে৷

সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন ড. মন্মথ নাথ বালা৷ ডয়চে ভেলের পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক অভিনন্দন৷

প্রিয় পাঠক, বিশ্বকাপ ফুটবল নিয়ে আপনাদের জন্য প্রতিদিনই থাকছে একটি করে প্রশ্ন৷ ফেসবুকে বুধবারের টপ গেম কুইজের উত্তর দিয়েছেন মোট ৬৬৮ জন বন্ধু৷ এছাড়া ই-মেলেও উত্তর পাঠিয়েছেন অনেকে৷

পাঠকদের পাঠানো মতামত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় আসরে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে আট বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে৷

Bangladesch Mohammad Ashraful Cricket

‘‘এটা অবিচার করা হয়েছে৷''

এ বিষয়ে প্রকাশিত সংবাদ পড়ে ডয়চে ভেলে বাংলার ফেসবুক পেজে অনেকে মন্তব্য করেছেন৷ মো: কামাল হোসেন লিখেছেন, ‘‘এটা অবিচার করা হয়েছে৷'' আরাফাত হোসেনের মন্তব্য, ‘‘খুব খারাপ লাগলো৷'' মো: সুজন আলী লিখেছেন, ‘‘বেশি হয়ে গেল না?'' মো: সুমন বাশার বিজয় আশরাফুলকে আবার দলে চান বলে জানিয়েছেন৷

আল মামুন বাপ্পী লিখেছেন, ‘‘কত খেলোয়াড় আন্তর্জাতিক ম্যাচে ফিক্সিং করেছে তাতে কিছু হয় না৷ আর এটা তো সামান্য বিপিএল৷ আইসিসিতো মাফ করে দিয়েছিল৷ বিসিবির কোনো কর্মকর্তার সাথে আশরাফুলের হয়তো শত্রুতা আছে, তাই এমন সাজা দিয়েছে৷ এটা অন্যায়৷''

এইচএম সোহেল এমরান মনে করেন, ‘‘আশরাফুল যদি আওয়ামী লীগ করতো তাহলে বেঁচে যেত...!''

তবে তৌমি হাবিবা লিখেছেন, ‘‘এ রায় থেকে প্রতিভাবান খেলোয়ারদের শিক্ষা নিতে হবে৷ পাপ কখনো কাউকে ক্ষমা করেনা...৷''

মো: মিথুন লিখেছেন, ‘‘সত্যের কোনো ভাত নাই এই বাংলাদেশে....সত্য বলার পরও তাঁর প্রতি কোনো দয়া হয়নি৷ আই মিস ইউ আশরাফুল৷''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন