‘টাকা যেখানে, খেলোয়াড়রাও সেখানে' | পাঠক ভাবনা | DW | 11.07.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘টাকা যেখানে, খেলোয়াড়রাও সেখানে'

‘‘খবরটা আমি টোটালি নিতে পারছি না৷ রোনাল্ডো ছাড়া রেয়াল মাদ্রিদ!'' ‘‘টাকা যেখানে,এঁরাও সেখানে৷'' রোনাল্ডো রেয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়ায় পাঠকদের  এরকম নানা মন্তব্য উঠে এসেছে ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷ 

‘‘রোনাল্ডো রেয়াল মাদ্রিদে ছেড়ে এখন ইউভেন্টুসের৷ এই খবরটা আমি টোটালি নিতে পারছি না৷ রোনাল্ডো ছাড়া রেয়াল মাদ্রিদ! এটা ভাবি কী করে?'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য পাঠক ইয়াসির আরাফাতের৷ কীভাবে তিনি রোনাল্ডোর ভক্ত হলেন, সে গল্পও তুলে ধরেছেন এভাবে, ‘‘আমি কখনো রেয়াল মাদ্রিদ ফ্যান ছিলাম না৷ আমি কখনো রোনাল্ডো ফ্যান ছিলাম না৷ আমি শুধু খেলা দেখতাম৷ বিশেষ করে স্প্যানিশ লিগের খেলা৷ কারণ মিডিয়া স্প্যানিশ লিগের খবর একটু বেশিই দিত৷ সেই কারণেই স্প্যানিশ লিগগুলোতে বুঁদ হয়ে যাওয়া৷ দেখতে দেখতে একদিন আমি রোনাল্ডো ফ্যান, আমি রিয়াল ফ্যান৷ বলে রাখা দরকার, ম্যানচেস্টার ইউনাইটেডের রোনাল্ডোকে আমি চিনতাম না৷ আমি চিনেছিই রিয়ালের রোনাল্ডোকে৷ আমি খেলাটা দেখা শুরু করেছি রোনাল্ডো যখন রিয়ালে খেলছে৷ এখন আমি রিয়ালের খেলায় রোনাল্ডো ছাড়া অন্য কোনো দলে রোনাল্ডোকে দেখা ‘শকড' হওয়ার মতো সংবাদ৷ আমার জন্য তো বটেই, বার্সেলোনা ফ্যান কিংবা যারা নিয়মিত স্প্যানিশ লিগ দেখে তাদের জন্যও৷''

আর ফেসবুক পাতায় রুহুল আমীন সজীব শুধু লিখেছেন এটা অত্যান্ত দুঃখজনক ঘটনা...!

‘‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনাদেনা'' – গতকাল থেকে কবিগুরুর কথাগুলো খুব করে মনে বাজছে৷ নয়টি বছর একটি ঘরে থাকার পর আলাদা হওয়ার কষ্টটা হয়ত হাড়ে হাড়ে টের পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো৷ মাদ্রিদের ওই স্টেডিয়ামে হাজার হাজার মাদ্রিদবাসীদে সঙ্গে তাল মিলিয়ে ‘ক্রিস্টিয়ানো, ক্রিস্টিয়ানো' রবে কোরাস গাওয়া আর হবে না৷ কারণ তুমিই তো ইচ্ছা করে মাদ্রিদকে দূরে ঠেলে দিলে এক নিমিষে৷' দুঃখভরা হৃদয় নিয়ে এই মন্তব্য করেছেন পাঠক আরিফুর রাজু৷

তবে ক্রিস্টিয়ানো রোনাল্ডো দল বদলের কারণে এখন জোভেন্টাসেও ১০ কোটি ইউরো পাবেন৷ সেকারণেই হয়ত পাঠক হাফিজুর রহমান লিখেছেন, ‘‘টাকা যেখানে এরাও সেখানে! সম্মান না, টাকাই সব কিছু৷'' 

চন্দন ঘোষ মনে করেন, পর্তুগিজ দলে রোনাল্ডো ছাড়া যেমন কেউ নাই, তেমনি আর্জেন্টিনা দলে মেসিও সেই অর্থে একা৷ রোনাল্ডো এবং মেসি সেরা স্ট্রাইকার৷

অন্যদিকে নিরপেক্ষভাবেই কামাল হোসেন জানিয়েছেন, ‘‘যে যেখানে ভালো সুযোগ পাবে, সে সেখানেই যাবে৷ আর ক্লাব যদি কাউকে না রাখতে চায় তাহলে তো করার কিছু নাই৷''

এছাড়া ফেসবুকবন্ধু আইয়ুবের মন্তব্য: ‘‘রোনাল্ডো একজন পরিশ্রমী খেলোয়াড়৷ পরিশ্রম দিয়েই তিনি জয় করবেন এবং জুভেন্টাসে সফলতা পাবেন''– এই কামনা করছি৷

সালেক মাহমুদ অবশ্য নিজেকে শান্ত্বনা দিয়েছেন এভাবে – ‘‘ইটালিয়ান লিগও খারাপ না৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন