ডয়চে ভেলে এখন শ্রোতাদের পকেটে | পাঠক ভাবনা | DW | 17.08.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ডয়চে ভেলে এখন শ্রোতাদের পকেটে

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের উপর যৌন হয়রানি সম্পকে একটি প্রতিবেদন লক্ষ্য করলাম৷ আসলে এই সমস্যাটির জন্য শিক্ষকরা বেশি দায়ী৷

বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে বা ভয়-ভীতি দেখিয়ে বা প্রলোভনের মাধ্যমে একটি মেয়েকে ঘায়েল করা হচ্ছে এবং যৌন হয়রানির মতো আপত্তিকর বিষয় মেনে নিতে হচ্ছে যে কোনো মেয়েকে৷ এজন্য আমাদের দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনিক দুর্বলতাই দায়ী৷ এই পরিস্থিতিতে প্রশাসনের উপর দেশের মানুষের উপর আস্থা থাকা জরুরি এবং সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করা উচিত৷ তাহলে এই জঘন্য কাজের পুনরাবৃত্তি ভবিষ্যতে ঘটার সম্ভাবনা থাকবেনা - এ কথা মনে করেন ইয়াং স্টার রেডিও ক্লাব, আজমপুর, কুষ্টিয়া থেকে শ্রোতাবন্ধু খালিদ হাসান৷

আমার আন্তরিক শুভেচ্ছা জানবেন৷ আশাকরি আপনিসহ বিভাগীয় সকল কর্মকর্তারা কুশলে আছেন৷ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি৷ বহুদিন বিরতির পর আজ থেকে নিয়মিত চিঠি লেখা শুরু করলাম৷ নানা ব্যস্ততা ও বিভিন্ন কারণে এতোদিন চিঠি লিখে যোগাযোগ রাখতে পারিনি৷ তবে তাই বলে ভাববেন না যে, ডয়চে ভেলের কাছ থেকে একেবারে দূরে সরে গিয়েছিলাম!

রেডিওতে দুবেলার অনুষ্ঠান যেমন নিয়মিত শুনেছি, ঠিক তেমনি প্রতিদিন ডয়চে ভেলের ওয়েবসাইট দেখেছি অত্যন্ত মনোযোগের সাথে৷ যার সব কিছুই আমার ভাল লাগতো এবং এখনও ভাল লাগছে৷ সব দিক বিবেচনায় ডয়চে ভেলে সময়ের স্রোতে পাল্লা দিয়ে শ্রোতাদের মনের মতো অনুষ্ঠান উপহার দিয়ে চলেছে৷

অতীতে আমি বলতাম ডয়চে ভেলে প্রতিদিন গোটা বিশ্বটাকে একটা গ্রামে পরিণত করছে আর এখন সমস্ত দুনিয়া প্রতিটি মুহূর্তে শ্রোতাদের শার্ট কিংবা প্যান্টের পকেটে থাকে - মোবাইলের কল্যাণে৷ যখন খুশি ডয়চে ভেলের ওয়েবসাইটে ঢু মেরে জেনে নিতে পারছি বিশ্বে কোথায় কখন কি ঘটে গেল - তার চিত্র৷

ডয়চে ভেলে এগিয়ে চলুক৷ আমরা সাথেই আছি এবং থাকবো৷ ১৬ আগস্ট সকালের অধিবেশনে অন্যান্য পরিবেশনার মাধ্যে অপারেশনে রোবট শীর্ষক প্রতিবেদন এবং কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে বিশেষ ধারাবাহিক পর্বে ডয়চে ভেলের হিন্দী বিভাগের অন্যতম উজ্জ্বল ভট্টাচার্য্যের সাক্ষাত্কার ভীষণ ভাল লেগেছে৷ এছাড়া জার্মানিতে চার লক্ষ ক্যানসার রোগী শীর্ষক পরিবেশনাটি ছিল তথ্যবহুল৷ শিল্পী আরতি ধর-এর সাক্ষাত্কার এবং ক্যাম্পাস পর্বে বিদেশী ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা বিস্তারিত জানতে পারলাম, ধন্যবাদ৷

উল্লেখ্য, আমার মেয়ে এবং আপনাদের একজন নিয়মিত শ্রোতা রেশমা আক্তার রুমি রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে৷ আপনারা এবং ডয়চে ভেলের সকল শ্রোতা বন্ধুগণ তার জন্য প্রাণখুলে দোয়া, আশীর্বাদ করবেন৷ বহুদিন বিরতির পর আবার আগের মতো নানা কথা জানিয়ে লম্বা ই-মেল করেছেন শ্রোতাবন্ধু আরশাদ আলী বিশ্বাস, প্রেসিডেন্ট সুন্দরবন ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব, কপিলমুনি, খুলনা, বাংলাদেশ৷

নতুন ক্লাবের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আশা ও বিশ্বাস ভালই আছেন৷ আমি একটা নতুন ক্লাব গঠন করেছি কলেজের বন্ধুদের নিয়ে৷ এই খবরটি আমি আপনাদেরকে অতি আনন্দের সাথে জানিয়েছিলাম৷ আশা করেছিলাম এই খবরটি ওয়েবসাইটের মতামত পাতার দেখতে পাব৷ কিন্তু মনে মনে খুব কষ্ট লাগল যে, আমাদের নতুন ক্লাবের খবরটি ওয়েবসাইটের পাতায় দেখতে পেলামনা৷ আশাকরি আগামীদিন আমাদের নতুন ক্লাবের খবরটি ওয়েবসাইটের পাতায় নিশ্চয়ই দেখতে পাব৷ ধন্যবান্তে বাপি দেবনাথ, শহীদ মেমোরিয়াল ডি-এক্সিং ক্লাব, ঘোষনগর, তালা, সাতক্ষীরা৷

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন৷ আশা ও বিশ্বাস ভাল আছেন বিভাগীয় সকলে৷ আমরা ক্লাবের সকলে নিয়মিত ডি ডব্লিউ'র বাংলা আয়োজন শুনে চলেছি৷ আজকাল প্রতিটি আয়োজনে অত্যন্ত সুন্দর ও শিক্ষণীয় বিষয় অন্তর্ভূক্ত করা হচ্ছে৷ আর সে আয়োজন শুনে আমরা ভীষণ ভীষণ উপকৃত হচ্ছি৷ সম্প্রতি রবী ঠাকুরের জীবন নিয়ে আয়োজনটিতে বিশ্বকবির প্রতি যথার্থ ভক্তি ও শ্রদ্ধা পোষণ করা হয়েছে বলে আমরা মনে করি৷ এছাড়াও প্রতিটি অনুষ্ঠানের মধ্যে ২/৩ জন শ্রোতাবন্ধুর চিঠিপত্র নিয়ে আলোচনা এককথায় অনবদ্য ও উচ্চ প্রশংসিত৷ ভাল থাকুন সকলে৷ ধন্যবাদান্তে বিকাশ রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা৷

আমার ফেসবুক নোটিফিকেশান-এ আসতে থাকা ডয়চে ভেলের নতুন নতুন সংযোজন, প্রতিবেদনের দৃষ্টিভঙ্গি আমাকে ঋদ্ধ করছে৷ একসাথে দেশ বিদেশ সবই জানতে পারছি৷ জয়তু ডয়চে ভেলে, আশফাকুল আশেকীন বাপী৷

সেদিন আপনাদের অনুষ্ঠানের ম্যাডোনার ইংরেজি গানটি খুব ভালো লাগলো৷ আমি লেডি গাগা'র কন্ঠে গান শুনতে চাই৷ সুব্রত সরকার, মহোনপুর, রাজশাহী৷

আজ সকালে মোনালিসা পর্বে আরতি ধরের কথা শুনলাম৷ তাঁর সংলাপ নতুন প্রজন্মকে আরো একধাপ এগিয়ে দিলো৷ সংগ্রামী দিদির কথা শুনে আমরা ভীষণ খুশি৷ সুলোচনা বিশ্বাস, গোয়াল বাথান, খুলনা৷

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাৎ বার্ষিকী৷ শেখ মুজিবুর রহমানকে নিয়ে ডয়চে ভেলে বাংলা বিভাগের শ্রদ্ধাঞ্জলি মূলক বিশেষ ফোটো গ্যালারি খুব ভালো লাগল৷ এই ধরনের চিন্তা-ভাবনা আমাদের ভীষণ ভাবে আবেগাল্পুত করে তোলে৷

১৫ আগস্ট রাতের পরিবেশনা শুনলাম৷ মিডিয়াম ওয়েভের শ্রবণমান বেশ খারাপ ছিল৷ এই অধিবেশনে বিশ্বসংবাদ এবং তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহাদাৎ বার্ষিকী নিয়ে প্রতিবেদন, ভারতের ৬৫তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণের উপর আলোচনা, আরব বিশ্বের বিভিন্ন দেশে পরিবর্তনের উপর বিশ্লেষণধর্মী পরিবেশনা খুবই তথ্যপূর্ণ ছিল৷ আয়ারল্যান্ডে রোবট নিয়ন্ত্রিত অস্ত্রপ্রচার নিয়ে পরিবেশনাটিও বেশ ভালো ছিল৷ হেল্থ লাইন পর্বে ক্যান্সার চিকিত্সায় প্রোটন পদ্ধতির চিকিত্সা ও তার সফল ব্যবহার সমন্ধে বিস্তারিত জানতে পারলাম৷ বিজ্ঞান ডটকম অনুষ্ঠানে সৌর শক্তির ব্যবহার বৃদ্ধি নিয়ে পরিবেশনাটি দারুণ ছিল৷ শ্রোতাদের মতামত, ধাঁধার ঘোষণা, খেলার খবর, ইংরাজি গান ভালো লাগল৷ সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য ধন্যবাদ৷ লিখেছেন মহ. হাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাব, চুপী, বর্ধমান থেকে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ